Home আন্তর্জাতিক ৩০৩ কোটি টাকার হীরা চুরি, কয়েক ঘণ্টায় গ্রেপ্তার চোর

৩০৩ কোটি টাকার হীরা চুরি, কয়েক ঘণ্টায় গ্রেপ্তার চোর

অনলাইন ডেস্ক : দুবাইয়ে একটি বিরল গোলাপি হীরা চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হীরাটির মূল্য আড়াই কোটি মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০৩ কোটি টাকা) বলে সোমবার জানিয়েছে তারা।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘দুবাই পুলিশ জেনারেল কমান্ড একটি অত্যন্ত বিরল গোলাপি হীরা চুরির প্রচেষ্টা ব্যর্থ করেছে, যার মূল্য প্রায় আড়াই কোটি মার্কিন ডলার।’

ইউরোপ থেকে আনা হীরাটি এক ব্যবসায়ীকে ভাড়া করা ভিলায় নিয়ে যেতে প্রলুব্ধ করে একটি অপরাধচক্র।

ধনী এক ক্রেতার পরিচয়ে তারা হীরাটি দেখার আগ্রহ দেখায়। কিন্তু তথাকথিত পর্যবেক্ষণের সময় তারা হীরাটি চুরি করে নেয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

পুলিশ আরো জানায়, মাত্র আট ঘণ্টার মধ্যেই বিশেষায়িত দল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে একটি অনির্দিষ্ট এশীয় দেশের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়।

দুবাই মিডিয়া অফিসের প্রকাশিত ভিডিওতে গ্রেপ্তারের পর ওই তিনজনের ঝাপসা মুখ ও সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে।

হীরা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।

সূত্র : এএফপি

Exit mobile version