Home কানাডা খবর অন্টারিওতে ওমিক্রনের নতুন সাবভেরিয়েন্টের বিস্তার

অন্টারিওতে ওমিক্রনের নতুন সাবভেরিয়েন্টের বিস্তার

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য কর্মকর্তারা অন্টারিওতে করোনার ওমিক্রন ভাইরাসের নতুন সাবভেরিয়েন্টের সন্ধান পেয়েছেন। গত কয়েক দিনে প্রায় ১০০০ জনের শরীরে এই নতুন ভাইরাস পাওয়া গেছে। পাবলিক হেলথ অন্টারিও বলেছে, নতুন এই সাবভেরিয়েন্টটি প্রাথমিকভাবে অন্টারিও এবং কিছু আমেরিকান রাজ্যে দেখা গেছে। এটির নামকরণ করা হয়েছে বিএ.২.২০।

নতুন এই সাবভেরিয়েন্টে দুটি মিডটেশন রয়েছে, তবে সেগুলোর সঠিক প্রভাব এখনো জানা যায়নি।

পাবলিক হেলথ অন্টারিওর বিজ্ঞানিরা সপ্তাহের শুরুতে প্রকাশিত তাদের প্রতিবেদনে বলেছেন, মিউটেশনের প্রভাবগুলো অজানা হলেও এই সময়ে নতুন করে সংক্রমণ বৃদ্ধি, গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি এবং নতুন নতুন পাশ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ বলেছে, গত ১৬ এপ্রিল পর্যন্ত অন্টারিওতে নতুন করে করোনা আক্রান্ত ৯৯৬ জনের ৯১% নতুন সাবভেরিয়েন্ট বিএ.২.২০ এবং বাকি ৯ শতাংশ আগের বিএ ১.১ ভেরিয়েন্টে আক্রান্ত।

এছাড়া নতুন সাবভেরিয়েন্টে আক্রান্তদের ৩৮.৯ শতাংশের বয়স ২০ থেকে ৩৯ এবং ৩০.৯ শতাংশের বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। বাকিদের বয়স ৬০ বছরের বেশি।
নতুন সাবভেরিয়েন্টে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে টরন্টো (১৮.৮%) এবং মিডলসেক্স লন্ডন (১২.৭%)।

পাবলিক হেলথ বিভাগ আরো বলেছে নতুন সাবভেরিয়েন্টে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি (৬২%) লোকের বুস্টার ডোজ দেয়া ছিল এবং ২৩ শতাংশের টিকার কোর্স পূর্ণ করা ছিল। এছাড়া সীমান্তে ভ্রমণকারীদের মধ্যে মাত্র ১.৯ শতাংশ লোকের শরীরে এই নতুন ভাইরাসটি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, বাকি আক্রান্তরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে নতুন এই সাব ভেরিয়েন্টে আক্রান্ত কেউ এখনো মারা যাননি।

এপিডেমিওলজিস্টরা বলছেন, নতুন এই সাবভেরিয়েন্টটি গত ১৪ ফেব্রæয়ারি প্রথম অন্টারিওতে সনাক্ত হয়েছিল। মার্চের শুরুতে এটির সংক্রমণ ১ শতাংশের কম ছিল। এপ্রিলের মাঝামাঝি এটি ৬ থেকে ৭ শতাংশে উন্নীত হয়। চলতি মাসে এর বিস্তার ঊর্ধমুখী রয়েছে। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version