Home কানাডা খবর অন্টারিও’তে করোনার বিধি নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা

অন্টারিও’তে করোনার বিধি নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা

অন্টারিও’র প্রিমিয়ার ডগলাস ফোর্ড

অনলাইন ডেস্ক : গত ২০শে জানুয়ারি, বৃহস্পতিবার, অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড ঘোষণা দেন, আগামী ৩১শে জানুয়ারি থেকে তিন ধাপে প্রভিন্সের করোনা-১৯ বিধি নিষেধ তুলে নেয়া হবে। তিনি বলেন, ‘করোনার গতি ধারা বিচার করে আমরা এখন জন জীবনে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিতে পারি। তবে অবশ্যই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের সামান্য অসচেতনতায় কোনক্রমেই যেন জন জীবন কোন ধরনের হুমকির দিকে না যায়।’

প্রিমিয়ারের ঘোষণার সূত্র ধরে, আগামী ৩১শে জানুয়ারি প্রথম ধাপে সীমিত পরিসরে ইনডোর ডাইনিং এবং জিমনেশিয়াম খুলে দেয়া হবে। সামাজিক মেলামেশা এবং উপস্থিতির ক্ষেত্রে ইনডোরে ১০ জন এবং আউটডোরে ২৫ জন জড় হতে পারবে। এছাড়া ইনডোর ডাইনিং, জিমনেশিয়াম, শপিং মল এবং সিনেমা হল নিজেদের ধারণ ক্ষমতার অর্ধেক মানুষকে প্রবেশের অনুমতি দিতে পারবে। এই সময়ে উল্লিখিত নিয়ম মেনে জাদুঘর, আর্ট গ্যালারী, চিড়িয়াখানা, ক্যাসিনো এবং অন্যান্য খেলাধুলার প্রতিষ্ঠান খোলা যাবে। সরকার কনসার্ট, থিয়েটার এবং খেলায় সাধারণ ধারণ ক্ষমতার অর্ধেক দর্শককে উপস্থিতির অনুমতি দিয়েছে, তবে এ ক্ষেত্রে অবশ্যই যেন দর্শক সংখ্যা ৫০০ জনের বেশি না হয়।

আগামী ৩১শে জানুয়ারি প্রথম ধাপ শুরু হবার পর পরের ধাপগুলো প্রতি ২১ দিন পর পর শুরু হবে। প্রিমিয়ার ডগ ফোর্ড উল্লেখ করেন, ‘আমাদের পক্ষে যেভাবে এই বিধি নিষেধ তুলে নেয়া সম্ভব এবং যেভাবে তুলে নিলে জন জীবন ক্ষতিগ্রস্থ হবে না, সেই ভাবেই আমরা পরিকল্পনা করেছি।’ তিনি সবাইকে অনুরোধ করেন, ‘আমরা যেন খুব বেশি ধৈর্য্য হারা না হয়ে যায় এবং কোনভাবেই নিজের এবং অন্যের জীবনের জন্য হুমকিস্বরূপ কিছু না করি। আমরা এমন এক কঠিন সময় অতিক্রম করছি, যেখানে পৃথিবীর মানুষ একবারে অসহায় হয়ে পড়েছে। সেই কারণে আমরা যেন আরেকটু ধৈর্য্য ধরে আমাদের সুন্দর সময়ের জন্য অপেক্ষা করি।’

তিন ধাপে সব কিছু খুলে দেওয়ার এই পরিকল্পনায় ২১শে ফেব্রæয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ, যখন থেকে ইনডোরে ২৫ জন এবং আউটডোরে ১০০ জনের সমাবেশের অনুমতি দেওয়া হবে। এই সময়ে ভ্যাকসিনের প্রমাণ দেখিয়ে রেস্টুরেন্ট, ইনডোর খেলাধুলা, বিনোদন প্রতিষ্ঠান এবং প্রেক্ষাগৃহে স্বাভাবিক জন সমাগম করতে পারবে। তবে যে সব জায়গা করোনা ছড়ানোর জন্য খুব বেশি বিপজ্জনক, সেই সব জায়গায়গুলোতে শতকরা ২৫ ভাগ মানুষ উপস্থিতির অনুমতি পাবে। এই জায়গাগুলো হচ্ছে, নাইট ক্লাব, বিয়ের ড্যান্স অনুষ্ঠান, বাথ হাউস এবং সেক্স ক্লাব।

মার্চের ১৪ তারিখের তৃতীয় ধাপে ইনডোর এবং আউটডোরের সকল ধরনের কর্মকাণ্ড থেকে সব ধরনের বিধি নিষেধ তুলে নেয়া হবে। তবে ইনডোরে ৫০ জনের সমাবেশের অনুমতি দেওয়া হবে, কিন্তু আউটডোর সমাবেশে কোন বিধি নিষেধ থাকবে না। এই সময়ে যে কোন সমাবেশে প্রয়োজনে ভ্যাকসিনের প্রমাণ দেখাতে হবে।

অন্টারিও’র স্বাস্থ্যমন্ত্রী ক্রিশিন এলিয়ট বলেন, ‘আমরা যে ওমিক্রণ স্রোতের চুড়ান্ত অবস্থা দেখতে পাচ্ছি, সেটা এক দিক দিয়ে ইতিবাচক। এই চূড়ান্তরূপ থেকে নিশ্চয় এটা এখন নীচের দিকে নামতে থাকবে এবং আমরা আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারবো। তারপরও এখনও আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে।’

অন্টারি’র চীফ মেডিক্যাল অফিসার অফ হেলথ ডক্টর কিয়েরান মুর বলেন, ‘করোনা সংক্রমণের গতি কিছুটা নি¤œগামী হওয়ায় এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা এবং অর্থনৈতিক দিককে পুনর্জীবিত করার জন্য সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘করোনা টেস্টের পজিটিভ হওয়ার হার ইতোমধ্যে শতকরা ১৫ হার কমে এসেছে। আমরা আশা করছি, খুব শীঘ্রই এটা আশান্বিত হারে কমে যাবে।’ তবে ডক্টর মুর তাঁর বক্তব্যে জানাননি করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ার ফলে এ মাসের শুরু থেকে যে কিছুটা কম জরুরি অপারেশন স্থগিত করা হয়েছে, সেগুলো আবার করে থেকে শুরু হবে।

Exit mobile version