Home কানাডা খবর অন্টারিওতে নিখোজ মা ও শিশুকে খুঁজে পেয়েছে পুলিশ

অন্টারিওতে নিখোজ মা ও শিশুকে খুঁজে পেয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক : অন্টারিওর বাসিন্দা নিকোলাস অডেট (৪১) নিজ বাড়িতে খুন হওয়ার পর নিখোজ তার স্ত্রী জ্যাকলিন বিউডোইন (৩২) ও তাদের ১৮ মাস বয়সী শিশু সন্তানকে খুঁজে পেয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার অন্টারিওর সাববুরির কাছে হেগার এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়। শিশু ও মাকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় জ্যাকলিনের এক সহযোগিকেও আটক করে পুলিশ। তারা দু’জনেই এখন পুলিশের হেফাজতে এবং শিশুটি নিরাপত্তা হেফাজতে রয়েছে। জ্যাকলিনকে নিকোলাস হত্যা মামলার অন্যতম প্রধান সাক্ষী হিসেবে বিবেচনা করছে পুলিশ।

গত ১৩ বা ১৪ ফেব্রুয়ারি সেন্ট ইসিডোরে নিজ বাসায় হত্যার শিকার হন নিকোলাস অডেট। এর পর থেকেই নিখোঁজ হন অডেটের স্ত্রী ও সন্তান। তার মৃত্যুর খবরটি ২ দিন পর প্রকাশ্যে আসে যখন তার নিয়োগকর্তা পুলিশের কাছে অভিযোগ করেন যে, নিকোলাস কয়েকদিন ধরে কাজে আসছেন না। এবং টেলিফোনও ধরছেন না। পুলিশ নিকোলাসের বাড়িতে তল্লাশি করতে গিয়ে তার মৃতুদেহ আবিস্কার করে। মৃতদেহে আঘাতের চিহ্নহ্ন ছিল এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। লাশ উদ্ধারের পর নিকোলাসের স্ত্রী ও শিশু সন্তানের খোঁজ শুরু করে পুলিশ। তদন্তকারিরা ২ সপ্তাহ চেষ্টার পর অবশেষে তাদের খুঁজে পেয়েছেন। জানা গেছে, জ্যাকলিন তার শিশু সন্তানকে পরিচিত কারো কাছে রেখে অন্টারিও ত্যাগের পরিকল্পনা করছিল। কিন্তু তার আগেই তাকে পুলিশ খুঁজে বের করে। পুলিশ আশা করছে নিকোলাস হত্যার কারণ এখন সহজেই উদ্ধার করা যাবে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করা যাবে। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version