Home কানাডা খবর অন্টারিওতে রেস্টুরেন্টে এখনো করোনা বিধি-নিষেধ থাকায় মালিকদের ক্ষোভ

অন্টারিওতে রেস্টুরেন্টে এখনো করোনা বিধি-নিষেধ থাকায় মালিকদের ক্ষোভ

অনলাইন ডেস্ক : অন্টারিওতে চলতি সপ্তাহের শুরু থেকে সিনেমা হল, জিমনেশিয়াম, স্টেডিয়াম, ও ঘোড়দৌড় মাঠে সব রকমের করোনা বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। এতে করে এখন এ সব স্থানে আগের মত পূর্ণমাত্রায় দর্শক প্রবেশ করতে পারবে। এতদিন তারা আর্ধেক আসন ব্যবহার করতে পারত। তবে এসব বিনোদন কেন্দ্র থেকে বিধি-নিষেধ তুলে নেয়া হলেও বার ও রেস্টুরেন্টে এখনো তা বলবত আছে। ফলে সেখানে এখনো অর্ধেক আসনের বেশি ব্যবহারের অনুমোদন মেলেনি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে রেস্টুরেন্ট মালিকেরা। শনিবার সকালে রেস্টুরেন্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, বিনোদন কেন্দ্র থেকে বিধি-নিষেধ তুলে নেয়া হলেও করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুড সেক্টর থেকে এখনও তা তোলা হয়নি। বার ও রেস্টুরেন্টগুলোতে অর্ধেক আসন খালি রাখার ফলে ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। এমনিতেই লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখন যদি তাদের পূর্ণ মাত্রায় ব্যবসা পরিচালনার সুযোগ না দেওয়া হয় তাহলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবেন। বিবৃতিতে বলা হয়, সিনেমা হল, স্টেডিয়াম আর রেসিং মাঠে পূর্ণমাত্রায় আসন ব্যবহারের সুযোগ থাকলেও বার-রেস্টুরেন্টে তা না থাকাটা হতাশাজনক। অন্টারিও প্রশাসন কেন এ ধরনের ‘দ্বৈত নীতি’ গ্রহণ করেছে তা বোধগম্য নয়।

রেস্টুরেন্ট কানাডার বিবৃতিতে আরও বলা, হয় স্টেডিয়ামে প্রায় ২০ হাজার মানুষ একত্রে খেলা দেখায় কোন সমস্যা নেই, কিন্তু রেষ্টুরেন্টে ২০০ লোক জড়ো হলেই সমস্যা এটি মেনে নেওয়া যায় না।

রেস্টুরেন্ট মালিকদের সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, করোনা মহামারির শুরুর পর সর্বপ্রথম বন্ধ করা হয় খাবারের দোকান। ফলে তাদের ব্যবসা অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য অবিলম্বে রেস্টুরেন্ট গুলোর উপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেয়ার দাবি জানান তারা।

এদিকে অন্টারিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিনেশন টার্গেট পূর্ণ হলেই রেস্টুরেন্ট থেকে বিধি-নিষেধ তুলে নেওয়া হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আউটডোর ইভেন্টের চাইতে ইনডোর ইভেন্টগুলোতে এখনো করোনা সংক্রমনের ঝুঁকি বেশি। বিশেষ করে একত্রে বসে খাওয়া দাওয়ার সময় এই ঝুঁকি সবচেয়ে বেশি। তাই রেস্টুরেন্টগুলোতে এখনো সামাজিক দূরত্বের¡ নিয়ম মেনে চলা বাধ্যতামূলক রাখা হয়েছে। এই নিয়ম মানতে গিবোর ও রেস্টুরেন্টগুলো এখনো তাদের আসন সংখ্যা পরিপূর্ণ ভাবে ব্যবহার করতে পারছে না।

প্রসঙ্গত, অন্টারিওতে এখন ২ ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ৮২%। চলতি মাসের শেষ নাগাদ এই সংখ্যা ৯০% বেশি হবে বলে আশা করা হচ্ছে। তবে পূর্ণ ডোজ টিকা নেয়ার পরও অনেকে ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ায় সেখানে টিকা নেয়ার উত্সাহে কিছুটা ভাটা পড়েছে। ফলে নির্দিষ্ট সময়ে টিকার লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয় আছে।

অন্টারিওতে গত শনিবার ৬৫৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঐদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। আক্রান্তদের ১৯০ জন ফুল ভ্যাকসিনেটেড, বাকি ৬৪৬ জনের অনেকে ১ ডোজ টিকা নিয়েছেন অনেকে কোন ডোজ টিকা নেননি। এছাড়া সেখানে বর্তমানে ১৫৩ জন করোনা রোগী আই সি ইউ তে ভর্তি আছেন। যাদের ১৩৯ জনই টিকার কোর্স সম্পন্ন করেন নি। প্রাদেশিক হিসাবমতে অন্টারিওতে ১২ বছরের বেশি বয়সী ৮৭% এক ডোজ এবং ৮২% উভয় ডোজ টিকা নিয়েছে। সূত্র : দ্য গ্লোভ অ্যান্ড মেইল

Exit mobile version