অনলাইন ডেস্ক : অন্টারিওতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একদিকে দেখা দিয়েছে শিক্ষক সঙ্কট। অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগে রয়েছে দীর্ঘসূত্রিতার অভিযোগ। এমন পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে শিক্ষক হিসেবে অস্থায়ী নিয়োগ দেয়ারও অভিযোগ পাওয়া যাচ্ছে।
খ্যাথরিন ম্যাকডোনাল্ড গত জুলাইয়ে তার ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি সম্পন্ন করেছেন। স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ভেবেছিলেন এবার আর দীর্ঘমেয়াদী শিক্ষক পদে চাকুরি পেতে তার কোন সমস্যা হবে না। কিন্তু স্নাতক শেষ করার ৮ মাস পরও তিনি এখনো সনদপত্র পাননি। ফলে স্থায়ী শিক্ষক পদে তার নিয়োগ ঝুলে আছে। অন্টারিও কলেজ অব টিচার্স ৮ মাস পরেও তার সনদপত্র ও প্রশংসাপত্র না দেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বেশ কয়েকবার তাদের ই-মেইল করেছি। কিন্তু তারা কোন উত্তর দিচ্ছে না। এখন অপেক্ষা করা ছাড়া আমার আর কিছুই করার নেই। ক্যাথরিন বর্তমানে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ( টি ডি এস বি) অধীনে অস্থায়ী ভিত্তিতে ‘জরুরি সরবরাহকারী ফরাসি শিক্ষক’ হিসেবে কাজ করছেন। তার মতো আরো অনেকে এই সমস্যায় পড়েছেন। এ ধরনের অস্থায়ী শিক্ষকদের বেতন খুবই কম এবং তাদের চাকুরির কোন নিশ্চয়তা নেই। অথচ একজন দীর্ঘ মেয়াদী শিক্ষকের মতো সব কাজই তাদের করতে হয়। ২৩ বছর বয়সী ক্যাথরিন ম্যাকডোনাল্ড বলেন, আমি প্রতিদিন পাঠ দানের পরিকল্পনা করছি, শিক্ষার্থীদের মূল্যায়ন করছি, রিপোর্ট কার্ড তৈরি করছি। কিন্তু বেতন পাচ্ছি অর্ধেক। এছাড়া আমি জানি না আগামীকাল এখানে আমার চাকুরি থাকবে কি-না। তার মতো অনেকেরই প্রশ্ন এই প্রভিন্সে শিক্ষকের ঘাটতি সত্বেও কেন সার্টিফিকেশন প্রক্রিয়া এতটা দীর্ঘ হচ্ছে।
টিডিএসবির নিয়মানুযায়ী শুধুমাত্র সার্টিফিকেট ধারীরাই পাবলিক ফান্ডেড স্কুলে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদে শিক্ষকতার জন্য আবেদন করতে পারেন। এসব পদে বাৎসরিক বেতন ৫৫ হাজার ডলার থেকে শুরু হয়। সাথে অন্যান্য সুযোগ-সুবিধা থাকে।
করোনা মহামারির আগে শিক্ষক পদে একটি আবেদন প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ সময় লাগত ১২০ দিন। যদিও এই সময়সীমা বৃদ্ধির কোন ঘোষণা দেয়া হয় নি, তারপরও এখন অনেক বেশি সময় লাগছে। অন্টারিও সেকেন্ডারি স্কুল টিচার্স ফেডারেশনের (ওএসএসটিএফ) সভাপতি কারেন লিটন উড বলে, আমরা কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষামন্ত্রণালয় উভয়ের সাথে আলোচনা করেছি। কিন্তু কোন সমাধান হয়নি। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। বিশেষ করে আমাদের অন্টারিও প্রভিন্সে এখন শিক্ষকের অভাব রয়েছে। তাই এই দীর্ঘসূত্রিতা কাম্য নয়।
তিনি অভিযোগ করেন, শিক্ষক ঘাটতি পূরণে কিছু স্কুল বোর্ড অযোগ্য লোকদের নিয়োগ দিচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর। অন্যদিকে যোগ্য লোকেরা নিয়োগ না পেয়ে অন্য পেশায় এমনকি অন্য প্রদেশে চলে যাচ্ছে। অন্টারিওর শিক্ষাখাতের জন্য যা খারাপ পরিণতি ডেকে আনতে পারে। তিনি নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করার ব্যবস্থা নেয়ার দাবি জানান। সূত্র : সিবিসি