Home কানাডা খবর অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে লিবারেল পার্টির মনোনয়ন পেলেন শাহ বাহাউদ্দিন

অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে লিবারেল পার্টির মনোনয়ন পেলেন শাহ বাহাউদ্দিন

অনলাইন ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত শাহ বাহাউদ্দিন অটোয়ার নিপিয়ান নির্বাচনী এলাকায় প্রভিন্সিয়াল সংসদের সদস্য পদে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। শনিবার অন্টারিও লিবারেল পার্টি আনুষ্ঠানিকভাবে তাঁকে দলের প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্তের ঘোষণা দেয়।

শাহ বাহাউদ্দিনকে দলের প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দিয়ে অন্টারিও লিবারেল পার্টির নেতা স্টিভেন ডেল ডোকা বলেন, ডাগ ফোর্ডের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের টিমে শাহ বাহাউদ্দিনকে পেয়ে আমরা খুবই খুশি।

তিনি বলেন, কোনো একটি কমিউনিটির উন্নয়নে কি কি প্রয়োজন তা ঠিকভাবেই শাহ বাহাউদ্দিন বুঝেন। নিপিয়ান এলাকার জন্য তিনি হবেন সত্যিকারের সঠিক প্রতিনিধি।
নতুনদেশের সঙ্গে আলাপকালে শাহ বাহাউদ্দিন তাকে মনোনয়ন দেয়ায় লিবারেল পার্টির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি অন্টারিওর পার্লামেন্টে নিপিয়ান কমিউনিটির যোগ্য প্রতিনিধি থাকা দরকার।

কমিউনিটিতে দীর্ঘদিন নিজের সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে শাহ বাহাউদ্দিন বলেন, নিপিয়ান এবং এই এলাকায় বসবাসরত মানুষের প্রয়োজন তিনি জানেন এবং সেগুলো নিয়ে কাজ করতে তিনি প্রস্তুত আছেন।

আগামী ২ জুন অন্টারিওর পরবর্তী প্রভিন্সিয়াল নির্বাচনের তারিখ নির্ধারিত আছে। বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকেই তাদের প্রার্থী মনোনয়ন দেয়া শুরু করেছে। তারই ধারাবাহিকতায় অন্টারিও লিবারেল পার্টি অটোয়ার নিপিয়ান এলাকা থেকে শাহ বাহাউদ্দিনকে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। স্কারবোরো সাউথওয়েস্ট এলাকা থেকে এনডিপির মনোনয়নে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম এমপিপি নির্বাচিত হয়ে ইতিহাস নির্মান করেন। ফেডারেল এবং প্রভিন্সিয়াল পর্যায়ে বেশ কয়েকজন বাংলাদেশি কানাডীয়ান প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রিয়েল এস্টেট এজেন্ট শাহ বাহাউদ্দিন বাংলাদেশ থেকে দক্ষ ক্যাটাগরিতে অভিবাসী হয়ে ২০০০ সালে কাানডায় আসেন। অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ব্যবস্থাপনায় স্নাতক শাহ বাহাউদ্দিন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। তিনি অটোয়ায় সাংস্কৃতিক এবং কমিউনিটি কার্যক্রমে জড়িত।

Exit mobile version