Home কানাডা খবর কানাডার নির্বাচনে বাহাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার

কানাডার নির্বাচনে বাহাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার

অনলাইন ডেস্ক : অটোয়ার নিপিয়ান আসনে প্রাদেশিক নির্বাচনে লিবারেল পার্টি থেকে গত ৬ মার্চ দলের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহ বাহাউদ্দিন। সেই প্রেক্ষিতে তিনি নানাভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রচারণার এক সপ্তাহ পর ১৪ মার্চ তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। দলের কাছে দেওয়া এক চিঠিতে বাহাউদ্দিন সম্পূর্ণ ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন।

গাজীপুরের সন্তান প্রকৌশলী শাহ বাহাউদ্দিন ২১ বছর আগে কানাডায় আসেন এবং অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৪ সাল থেকে শাহ লিবারেল পার্টির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি অটোয়া ভ্যালির বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি, ঊষা মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড সোসাইটির মাতৃভাষা সংস্থার অন্যতম পরিচালক।

 

Exit mobile version