Home কানাডা খবর অন্টারিও লিবারেলের নেতা হতে চান আর্থার পটস

অন্টারিও লিবারেলের নেতা হতে চান আর্থার পটস

অনলাইন ডেস্ক : অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বের লড়াইয়ে শরিক হচ্ছেন বাংলাদেশি অধ্যুষিত বিসে ইস্ট ইয়র্ক এলাকার সাবেক এমপিপি আর্থার পটস। শনিবার টুইটারে তিনি এই ঘোষণা দেন। নতুনদেশ ডটকম
আর্থার পটস ক্যাথলিন উইনের নেতৃত্বাধীন প্রভিন্সিয়াল লিবারেল সরকারের সময়ে এমপিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনে তিনি পরাজিত হন। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা দেবেন বলে জানা গেছে।

সাবেক শিক্ষামন্ত্রী মিটজি হান্টার,সাবেক পরিহণ মন্ত্রী স্টিবেন ডেল ডোকা,সাবেক কমিউনিটি ্ও সমাজসেবা মন্ত্রী মাইকেল কটিও ইতিমধ্যে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়েছেন।
প্রসঙ্গত, প্রভিন্সিয়াল লিবারেল পর্টির যিনি নেতা নির্বাচিত হবেন- দল ক্ষমতায় গেলে তিনি হবেন প্রিমিয়ার।

Exit mobile version