রীনা গুলশান

জীবনের সমস্ত ভালোবাসা নিয়ে বারবার ছুটে গেছি
নিষেধের বেড়াজাল ভেংগে
সমাজের ক্রুর দৃষ্টিকে উপেক্ষা করেছি নিশ্চুপ অঙ্গুলী
তবু জীবনের কোনোখানেই
ভালোবাসার শুভকাল এলো না।
ব্যর্থতার তীব্র কষাঘাতে
অমোঘ অন্ধকারে নিমজ্জিত স্বপ্নেরা
অন্ধকারে দিশা খুঁজে পায়!!

বিচ্ছুরিত আলোর কণায় উজ্জল হয়ে
ওঠে পৃথিবী… আমার বিধ্বংসী উঠোন।
ঝরে পড়া ঘরের আঙ্গিনা
তবু সেই ভালোবাসার শয্যায় এখন শুধু
অন্ধকার খেলা করে প্রবল প্রতাপে!!
ক্যানো এই অন্ধকারে বসবাস?
এতসব ভুলে ভরা জীবন!!
কখনো কি এই গহীন অন্ধকারে একটুখানি
আলোর শরীর আমাকে দৃকভ্রান্ত করবে না?