বকুল ভৌমিক

সৃষ্টির শ্রেষ্ঠ তুমি অনন্যা
মহাজগতে নেই তোমার তুলনা
চাঁদ কে বলি চাঁদ মামা
রূপের বিশেষণে উপমায় ভরিয়ে তুলি
কলংক বিহীন চাঁদ, সে শ্রীতমা।
শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, চাঁদ তুমি একই পরিবারের সদস্য, ভাই ভাই
তুমি বিনা গ্রহ সকলের মাটি বিষাক্ত উপকরণের ছাই।
জগৎ মহাজগতে কত তারা গ্রহ উপগ্রহ তাদের রয়েছে কত কি অজানায়
তবুও কি কভু হয় তাহারা তোমার তোলনায়।
সবুজ প্রকৃতিতে ভরা এ স্থল ভ‚মি
নৌস্বরগীক সৌন্দর্যে গাথা তুমি।
সুনীল আকাশ বাতাশ পাহাড় সমুদ্র নদী জল
শত রঙে রঙ্গিন তোমার অঙ্গন, গাছে গাছে হরেক ফুল আর ফল।
হে রুপময়ী পৃথিবী সাজিয়েছ তুমি নিজেকে অপরূপে সুস্পস্ট যথাই
ধন্য তোমায় কত প্রাণ প্রাণী আর মানবেরে তুমি দিয়েছ ঠাঁই।
আকাশ বাতাস পরিবেশ এ ভুমি স্বযত্নে রক্ষিবে
এই ব্রত পুষিবে মর্মতলে সদাই মানবে।
অটোয়া, কানাডা