Home কানাডা খবর অর্থনীতিতে লক্ষাধিক নতুন কর্মসংস্থান যোগ হলেও জীবনযাত্রার ব্যয় এখনো নাগালের বাইরে

অর্থনীতিতে লক্ষাধিক নতুন কর্মসংস্থান যোগ হলেও জীবনযাত্রার ব্যয় এখনো নাগালের বাইরে

অনলাইন ডেস্ক : অক্টোবরে কানাডার অর্থনীতিতে ১ লাখ ৮ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে, যা প্রত্যাশার চেয়ে প্রায় ১০ গুণ বেশি। কিন্তু অপ্রত্যাশিতভাবে চাকরির বাজারের এমন রমরমা অবস্থা কানাডিয়ানদের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে তেমন কোন কাজে আসছে না।
পরিসংখ্যান কানাডা প্রতিবেদন অনুসারে-উৎপাদন, নির্মাণ, বাসস্থান এবং খাদ্য পরিষেবা শিল্প সহ অর্থনীতির প্রায় প্রতিটি সেক্টরেই গত মাসে কর্মসংস্থান যোগ হয়েছে। এই বছরের মে এবং সেপ্টেম্বরের মধ্যে হারানো চাকরির শূন্য পদগুলোকে পূরণ করার জন্য নিয়োগ বৃদ্ধির মাত্রা যথেষ্ট ছিল। কার্যত সমস্ত নতুন চাকরি ছিল পূর্ণকালীন এবং এর প্রায় তিন-চতুর্থাংশ বেসরকারি খাত থেকে এসেছে। মার্চের পর এই প্রথম এমন ঘটনা দেখা গেল।

কর্মসংস্থান বৃদ্ধি সত্তে¡ও কানাডার বেকারত্বের হার ৫.২ শতাংশেই স্থিতিশীল ছিল। টিডি ব্যাংকের অর্থনীতিবিদ ঋষি সোন্ধি এ তথ্য সম্পর্কে বলেছেন, অনেক কানাডিয়ান কাজের সন্ধান করার কারণে এমনটা ঘটেছে। এটি উন্নতির ক্ষেত্রে একটি ভালো লক্ষণ।

কর্মসংস্থান পূরণের পাশাপাশি মজুরি বৃদ্ধির গতিও বেড়েছে। মাসে ঘণ্টায় গড় আয় প্রায় ৩৫ কানাডিয়ান ডলার ছুঁয়েছে। যা আগের বছরের তুলনায় ৫.৬ শতাংশ বেশি। যদিও মজুরি বৃদ্ধি শ্রমিকদের জন্য সুসংবাদ, তবে এটি ব্যাংক অফ কানাডার জন্য একটি দ্বি-ধারী তলোয়ার। উচ্চ আয় ব্যয়ের উপর মুদ্রাস্ফীতির চাপ বাড়াবে। বিষয়টি সম্ভবত কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়াতে বাধ্য করবে; ইতিমধ্যেই যা রয়েছে তার চেয়েও বেশি।
অর্থনীতিবিদ রয়েস মেন্ডেস বলেছেন, এখন পর্যন্ত কানাডায় মজুরির বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক ছিল না। কিন্তু এই মজুরির মাত্রা যত বেশি বাড়বে ব্যাংক অফ কানাডার উপর তার রেট-হাইকিং ধারাকে আগের প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চালিয়ে যাওয়ার জন্য আরও বেশি চাপ বাড়াবে। চাকরির বাজারে এই অর্জন সত্তে¡ও আরও বেশি সংখ্যক পরিবার জানিয়েছে যে, আর্থিক অনটনের কারণে তাদের জীবনযাত্রার ব্যয় চালাতে কষ্ট হচ্ছে। দেশের এক-তৃতীয়াংশ পরিবার আর্থিক প্রয়োজন পূরণে হিমশিম খাচ্ছেন, যেখানে দুই বছর আগেও এ সংখ্যাটি এক-পঞ্চমাংশ ছিলো।

উইনিপেগের শার্লিন কমু ও তার স্বামী উভয়েই পূর্ণকালীন চাকরি করেন। তাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচ। এখন তিনি খরচ মেটাতে পার্ট টাইম আরেকটি চাকরি খুঁজছেন। সিবিসি নিউজকে তিনি বলেন, এই মুহুর্তে আমি অনুভব করছি যে আমার আরেকটি চাকরি পাওয়া দরকার পার্ট টাইম, খরচের চাপ কিছুটা কমানোর জন্য।

তিনি বলেন, খাদ্য, পেট্রল এবং পরিবারের মাথার উপর ছাদ রাখার মতো জিনিসগুলোর দামের বিশাল বৃদ্ধি পূরণ করার জন্য একটি চাকরি যথেষ্ট নয়। আমরা কাজ করি ৃ আমার স্বামী এবং আমি মনে করি আমরা নিরাপদ; কিন্তু যেভাবে সবকিছুর দাম উপরে উঠছে তাতে আমরা মনে করি আমাদের আরও কিছু করতে হবে।

দুই-তৃতীয়াংশ লোক যারা প্রতি ঘন্টায় ৪০ ডলার উপার্জন করেছে; তারা গত বছরে একবার মজুরি বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছেন। আর এই বৃদ্ধি ছিলো ২০ ডলার বা তার কম উপার্জনকারীদের প্রায় অর্ধেকের সমান।

পরামর্শদাতা আরএসএম কানাডার অর্থনীতিবিদ তু নগুয়েন বলেছেন, বিষয়টি এমন একটি চাকরির বাজারের দিকে নির্দেশ করে যার দুটি ভিন্ন দিকে রয়েছে। নিম্ন আয়ের লোকেরা যারা সবচেয়ে বেশি সংগ্রাম করে তারা তাদের প্রয়োজন মতো লাভ পাচ্ছে না। যেখানে উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ মূল্য শোষণের জন্য যাদের হয়তো আরও কিছু বাফার আছে তারা বাড়তে থাকে, বলেন নগুয়েন। তিনি আরো বলেন, যখন ব্যক্তি এবং পরিবার যারা বেশি উপার্জন করে তখন তারা আরও বেশি খরচ করে এবং এটি পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায় তাই মুদ্রাস্ফীতি উচ্চই থেকে যায়। সূত্র : সিবিসি

Exit mobile version