Home কানাডা খবর অর্থনৈতিক দুর্দশা কানাডিয়ানদের হ্যালোউইনে খরচ করা থেকে বিরত রাখছে না

অর্থনৈতিক দুর্দশা কানাডিয়ানদের হ্যালোউইনে খরচ করা থেকে বিরত রাখছে না

হাসান আমিন : কানাডিয়ানরা এই বছর হ্যালোউইন উৎসবে অনেক বেশি খরচ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রিটেইল কাউন্সিল অব কানাডা। তবে একজন বিশেষজ্ঞ বলেছেন, উদযাপনের এই পরিকল্পনা মূল্যস্ফীতি ও সরবরাহ ব্যবস্থাপনায় সমস্যার কারণে ব্যাহত হতে পারে। কুইন্স ইউনিভার্সিটির স্মিথ স্কুল অফ বিজনেসের মার্কেটিং এর সহযোগী অধ্যাপক ট্যান্ডি থমাস বলেছেন, আমরা জানি মহামারীর কারণে বেশ কিছু শিল্প খাত সঙ্কটের মধ্যে রয়েছে। তাছাড়া মহামারীর সময়ে বিঘিœত হওয়া উৎপাদন ও শিপিং বাড়াতে এবং রপ্তানি ও অন্যান্য যেসব খাতের কর্যক্রমে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিলো সেসব দূর করতে অনেকেই পর্যাপ্ত শ্রমিকের যোগান দিতে পারছে না।

থমাস বলেন যে, যেহেতু উৎপাদন ক্ষমতা এখন আগের অবস্থায় নেই তাই আগের বছরের তুলনায় কানাডিয়ানদের সেলফে হ্যালোইন ক্যান্ডি, পোশাক বা সাজসজ্জা তেমন একটা থাকবে না। এখন, কোন বিষয়টি অগ্রাধিকার পাবে সেটা কোম্পানিগুলোকেই ঠিক করতে হবে। তারা কি তাদের উৎপাদন ব্যবস্থাপনাকে নিয়মিত সরবরাহের পেছনে ব্যয় করবে নাকি এটি থেকে দূরে সরে গিয়ে আমাদের স্বাভাবিক পণ্যগুলোর উৎপাদন থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কেবল হ্যালোইন ক্যান্ডি তৈরি করবে। সুতরাং এখানে পরিস্থিতিগত সিদ্ধান্তের বিষয় রয়েছে যা কোম্পানিগুলোকেই নির্ধারণ করতে হবে, থমাস বলেন।

কানাডার রিটেইল কাউন্সিলের সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, প্রতি দুইজন কানাডিয়ানের মধ্যে প্রায় একজন (৪৪ শতাংশ) হ্যালোউইনের জন্য প্রস্তুত এবং বেশিরভাগ কানাডিয়ান এই বছর কেনাকাটা করে উদযাপন করবে। প্রতিবেদনে বলা হয়েছে যে হ্যালোউইন উদযাপনকারী কানাডিয়ানদের ৮৬ শতাংশ গত বছরের তুলনায় একই বা তার বেশি কেনাকাটা করার পরিকল্পনা করেছেন।

কাউন্সিল আরও বলেছে যে, ১৬ শতাংশ কানাডিয়ান হ্যালোউইনের চার সপ্তাহ আগেই কেনাকাটা করছে। তবে টমাস বলেছেন, যদিও সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির মধ্যে তাড়াতাড়ি কেনাকাটা করা ভাল সিদ্ধান্ত তবে মূল্যস্ফীতির কারণে দাম বৃদ্ধির বিষয়টি এড়ানো যায় না। মুদ্রাস্ফীতি মানুষের ওপর এতটাই প্রভাব ফেলেছে যে, যেভাবে তারা হ্যালোইন উদযাপন করত সেভাবে করতে সক্ষম হবে না।

কানাডার রিটেইল কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, ৫৪ শতাংশ কানাডিয়ান এই বছর ৫০ ডলারের বেশি খরচ করার পরিকল্পনা করছে, যা ২০২১ সালের তুলনায় ৫.৬ শতাংশ বেশি। রিপোর্টে আরো বলা হয়েছে, ৩১ শতাংশ কানাডিয়ান ৫১ থেকে ১০০ ডলারের মধ্যে ব্যয় করার চিন্তা-ভাবনা করছে এবং ১২.২ শতাংশ ১০১ থেকে ১৫০ ডলারের মধ্যে ব্যয় করার প্রস্ততি নিয়েছে।

থমাস বলেন, এই পরিসংখ্যান সত্তে¡ও যখন দাম বেশি হবে তখন কিছু পরিবারকে উৎসব উদযাপনের মাত্রাকে সঙ্কুচিত করতে হবে বা কম দামি পোশাক কেনার চেষ্টা করতে হবে। “আগে জিনিসগুলো যেমন ছিল সেদিকে ফিরে যাওয়ার চেষ্টা ভবিষ্যতে আমাদের এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম উপায় নাও হতে পারে। ভোক্তাদের হতে হবে আরও নমনীয়, আরও সৃজনশীল, হয়ত আগের বছরের পোশাকগুলো পুনর্ব্যবহার করতে হবে… যদি তারা যা চেয়েছিল তা যোগার করতে না পারে। সূত্র : এমএসএন

Exit mobile version