Home কানাডা খবর অলিম্পিক স্বর্ণ জয়ের পরও কানাডা মহিলা ফুটবল দলের প্রতি অবহেলা!

অলিম্পিক স্বর্ণ জয়ের পরও কানাডা মহিলা ফুটবল দলের প্রতি অবহেলা!

অনলাইন ডেস্ক : টোকিও অলিম্পিকে সুইডেনকে হারিয়ে স্বর্ণ পদক জয়ের পর কানাডা মহিলা ফুটবল দলের জনপ্রিয়তা বাড়লেও সেখানে মহিলা ফুটবলের প্রতি অবহেলার অভিযোগ করেছে সেদেশের মহিলা ফুটবলার ও সমর্থকরা। গত মাসে সুইডেনের সাথে ফাইনাল ম্যাচটি কানাডায় প্রায় চার মিলিয়ন দর্শক টিভিতে দেখেছেন। তাদের মধ্যে একজন ১২ বছরের কিশোরী ফুটবলার মারিয়ানা। কুইবেকের বয়স ভিত্তিক দলের ওই সদস্য পরদিন তার এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে কানাডার মহিলা ফুটবল দলের জার্সি খুঁজে পায়নি। মারিয়ানা হতাশা ব্যক্ত করে বলেছে, আমরা কয়েকজন বিভিন্ন দোকানে মহিলা দলের জার্সি কিনার জন্য হন্যে হয়ে ঘুরেছি। কিন্তু পাইনি। সব দোকানে পুরুষ দলের জার্সি থাকলেও মহিলা ফুটবল দলের কোনো পোশাক ছিল না। মহিলা ফুটবল দলের প্রতি এটি চরম অবজ্ঞা আর অবহেলা, এটি মানা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, ফুটবল ফেডারেশন মহিলাদলের সাফল্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। কানাডায় মহিলা ফুটবল ব্যাপক জনপ্রিয় হলেও তাদের প্রতি অবহেলাই এই ব্যর্থতার কারণ বলে তারা মনে করছেন।

অলিম্পিক স্বর্ণজয়ী দলের গোলকিপার স্টেফানি লেবি বলেন, আমার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা নাইকির লোগো সম্বলিত জার্সির জন্য অপেক্ষায় আছে। প্রায় এক মাস আগে অনলাইনে জার্সির অর্ডার করে এখনও তারা তা পাইনি। আমি দলের একজন সদস্য হওয়ার পরও যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ দর্শকরা কবে জার্সি পাবে। তিনি আরো অভিযোগ করে বলেন, আমাদের পুরুষ দল অলিম্পিকে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। অথচ তাদের বিভিন্ন সাইজের জার্সি আপনি সব খানেই পাবেন। অন্যদিকে মহিলা দলের জার্সি একমাস আগে অর্ডার করেও পাওয়া যায় না। এটি আমাদের প্রতি চূড়ান্ত অবজ্ঞা আর অবহেলা ছাড়া আর কিছুই নয়।

কানাডায় নাইকির মুখপাত্র এনগিনেহ স্টোরিনো বলেন, তার কোম্পানি অতিরিক্ত জার্সি বানানো শুরু করেছে। শিগগিরই কানাডার বাজারে ফুটবল পাগল পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সাইজের জার্সি পাওয়া যাবে।

প্রসঙ্গত, কানাডায় প্রায় ৮৫ হাজার নিবন্ধিত মহিলা ফুটবলার রয়েছে। তারা সবাই জাতীয় দলের একটি জার্সির জন্য অধীর অপেক্ষায় আছেন। সূত্র : সিবিসি

Exit mobile version