রুমা বসু

শরীরে বেঁধেছে যত ব্যধি আর জরা
তাই হৃদয়ে চলছে অবিরাম রক্ত ক্ষরা
ধরা মাঝে কত পূর্ণিমা এসে চলে গেল
চন্দ্রিমা না দেখেই সেসব রাত যে পোহাল
জাগরণে কাটে মোর কত যে বিভাবরী
তবু তো চাঁদনী লাগে না আর মনোহারী
জীবন যেন আছে থেমে ঘোর অমাবস্যায়
পূর্ণিমা আর আসে না মনে কারও ভরসায়
জীবনের সব কোনে দেখি ধু ধু মরুভূমি
জলের তৃষায় চাতকীর চোখ আসে নমি
কঠিন বাস্তব নিয়েছে সব রঙ রস শুষে
জীবন কাণায় কাণায় উঠছে ভরে বিষে
চোখের তারা আর আশায় জ্বলে ওঠে না
অমানিশার প্রহর তাই তো আর কাটে না
এ জীবনে কত সৌন্দর্য হলো না তো দেখা
কত ভালো কাজ আমার হলো না যে শেখা
নিদ্রাহীন রাত্রি কাটে মোর কণ্টক শয্যায়
রক্তাক্ত হয়ে ভেঙ্গে পড়ি অশ্রুহীন কান্নায়।
অটোয়া, কানাডা