অনলাইন ডেস্ক : সময়ের তুমুল জনপ্রিয় গেম ফোর্টনাইট নিয়ে নতুন পদক্ষেপের কথা জানিয়েছে এপিক। অ্যাপলের অ্যাপ স্টোর নিয়ে চলমান দ্বন্দ্বের মুখে এ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।

গেমে ঢুকতে ফোর্টনাইট গেমাররা আর অ্যাপলের সাইন ইন ব্যবস্থা করতে পারবেন না বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এপিক। শুক্রবার থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে বলে দাবি করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। আগস্ট থেকে আইনি লড়াই চলছে এপিক ও অ্যাপলের।

এ লড়াইয়ের সূত্রপাত অ্যাপ স্টোরের ‘ইন-অ্যাপ পারচেস’ নীতিকে ঘিরে। নিজ প্ল্যাটফর্মে সব অ্যাপের ‘ইন-অ্যাপ’ পারচেসের ৩০ শতাংশ নিয়ে নেয় অ্যাপল। এ নিয়ম মানতে রাজি নয় ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস। সরাসরি এপিক স্টোর থেকে ফোর্টনাইট গেমারদের নানাবিধ গেমিং টুল কেনার সুযোগ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

ব্যাপারটি পছন্দ হয়নি অ্যাপলের, এপিকের চ্যালেঞ্জের জবাবে অ্যাপ স্টোর থেকে প্রথমে ফোর্টনাইট এবং পরে এপিক গেমসের অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এপিক নিজেদের সরাসরি ‘পেমেন্ট ফিচার’ সরিয়ে নিলে ফোর্টনাইটকে নিজ প্ল্যাটফর্মে ঠাঁই দেবে বলে জানিয়ে রেখেছে অ্যাপল। কিন্তু এপিক তা করতে রাজি নয়।