অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। সোমবার বিকালে তিনি শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন।
৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ ক্ষমতাসীন দলের প্রতি অনুগত এবং বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য পরিচিত। তাকে শপথ বাক্য পাঠ করান তার ভাই জর্জ রদ্রিগেজ। তিনি (জর্জ রদ্রিগেজ) বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (পার্লামেন্ট) প্রধান।
ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে ভাইস প্রেসিডেন্টই দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের ২৩৩ ও ২৩৪ ধারা অনুসারে, প্রেসিডেন্টের অনুপস্থিতি সাময়িক বা স্থায়ী যাই হোক না কেন, ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী দেলসি রদ্রিগেজ দায়িত্ব নেন। এর পাশাপাশি ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টও তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে।
দায়িত্ব গ্রহণের সময় দেলসি রদ্রিগেজ একই সঙ্গে অর্থমন্ত্রী ও তেলমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের একটি বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেলসি রদ্রিগেজ মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই অভিযান দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক শাসনের ওপর সরাসরি আঘাত।
