Home আন্তর্জাতিক আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ‍‘আইএস জঙ্গি’ নিহত

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ‍‘আইএস জঙ্গি’ নিহত

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় গোষ্ঠীটির একজন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা। কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীর ১৩ সদস্যসহ ১৭৫ জন নিহত হওয়ার ঘটনার পর এমন হামলা চালালো যুক্তরাষ্ট্র।

হামলার ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, ‘আফগানিস্তানের নানগাহার প্রদেশে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে এবং এতে কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীদের একজন নিহত হয়েছে। আমরা জানি, এ হামলায় কোন বেসামরিক নাগরিক মারা যায়নি।’

আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের নানগাহার প্রদেশে অবস্থানরত আইএস-কে গ্রুপের একজন ‘পরিকল্পনাকারীকে’ লক্ষ্য করে এই অভিযানটি চালায় যুক্তরাষ্ট্র। প্রাথমিক তথ্য বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে। তবে এ হামলায় কোন বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট বলছে, ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখায় হামলাটি চালানো হয়েছে। এটি আফগানিস্তানের সমস্ত জিহাদি জঙ্গি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে চরম এবং সহিংস।

আফগানিস্তান ছাড়তে এখনো প্রায় ৫ হাজার মার্কিন সেনা কাবুল বিমানবন্দরে অবস্থান করছে। এদিকে, বৃহস্পতিবারের বিস্ফোরণের পর আফগানিস্তানে এটিই প্রথম মার্কিন ড্রোন হামলার খবর বলে জানিয়েছে বিবিসি।

Exit mobile version