বিজয়ের আনন্দ

বিজয় কেতন আজ
বাংলার ঘরে ঘরে
বিশ্ব তাকিয়ে রয়
বীর বাঙালি তরে।

সাহসী জাতি মোরা
ওই দুর্বার অশেষ
হটায়ে পাক সেনা
মুক্ত সোনার দেশ।

এগিয়ে যাব মোরা
থাকব না আর পিছে
সোনার এ দেশটা তাই
গড়ব মিলেমিশে।

আমার সোনার গাঁয়

বসন্ত বাতাসে ওই
সুরের মুর্ছনায়
সুরের রাজ্যে মন উদাসী
দ্যাখবে চল গাঁয়।

কলসী নিয়ে গাঁয়ের মেয়ে
নদীর কুলে যায়
পানি নিয়ে বাসায় ফিরে
খালি দুটি পায়।

পাখপাখালি বনবাদারে
সুরের আবেশে
মনটা আমার হারিয়ে যায়
তেপান্তরের দেশে।

আমার এই দেশ

আমার দেশের আলো বাতাস
সৃষ্টিকর্তার দান
বিশ্বে কোথাও নেই এমন
জুড়ায় দেহ প্রাণ।

লোভ হিংসা ভুলে গিয়ে
আমার দেশের মানুষ
নানান জাতি গোষ্ঠিরা সব
উড়ায় শান্তির ফানুস।

আমার দেশের বৃষ্টি বাদল
আমার দেশের কৃষি
ফুল ফসলে ভরে তুলতে
কৃষকরা সব ঋষি।

ব্যস্ত থেকো গড়তে সবাই
সোনার এই দেশ ভাই
শ্রমিক মজুর জেলে তাঁতী
কোনো ভেদাভেদ নাই।

ফকির মজনু লালন বাউল
সুখে গান গায়
দেশ মাতার হৃদয়খানি
দোলা দিয়ে যায়।