স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে কোপা আমেরিকার সফল দল ব্রাজিল। নিজেদের মাটিতে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি সেলেসাওরা। চলতি আসরেও ঠিক একই রুপে কোপার ফাইনালে শিরোপাধারীরা। রোববার সকালে ফাইনালের মহারণে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে তারা। ম্যাচের আগেই ফল কি হতে পারে তা নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক কালে বলসোনারু বলেন, কোপার ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, ‘একমাত্র লড়াই হবে আগামী শনিবার মারাকানায় (বাংলাদেশ সময় রোববার)। ব্রাজিল ৫-০ গোলে হারাবে আর্জেন্টিনাকে।’

এর আগে এই ফাইনালে ব্রাজিল-ই জিতবে বলে জানিয়ে দিয়েছেন নেইমার। যদিও নিছক মজা করে বলা আসলে মনের কথাতো এটাই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাওরা। ২০১৯ সালে ইনজুরিতে পড়ে নেইমার খেলতে পারেননি পুরো আসর। এবার দলের ফাইনাল নিশ্চিত করার অন্যতম ত্রাতা তিনিই।