Home আন্তর্জাতিক আল-আকসা মসজিদের আশপাশে মুসল্লিদের মারধর ও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী

আল-আকসা মসজিদের আশপাশে মুসল্লিদের মারধর ও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের পুরনো শহরের লায়ন্স গেটে মুসল্লিদের ওপর হামলা ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের বাধা দেয় ইসরায়েলি সেনারা এবং তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে।

ঘটনার পর সেনারা ওই এলাকা ঘিরে তল্লাশি চৌকি বসিয়েছে বলে জানা গেছে।
ওয়াফা বলেছে, পবিত্র রমজান মাস সামনে রেখে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের গেট এবং ওল্ড সিটিতে কঠোর সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে।

পশ্চিম তীরের নাবলুস, হেবরন, বেথেলহেম, রামাল্লাহ ও কালকিলিয়া শহরেও রাতভর ও সকালে অভিযান ও কিছু ক্ষেত্রে আটকের খবর পাওয়া গেছে।

Exit mobile version