Home আন্তর্জাতিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

অনলাইন ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ওয়াফা নিউজ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি স্থাপন করেছে ইসরায়েলিরা। এছাড়া এসব ইসরায়েলিরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচারও পালন করছে।

যদিও জেরুজালেম চুক্তি অনুযায়ী, অমুসলিমদের মসজিদ প্রাঙ্গণে ধর্ম পালন করার কোনো বিধান নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ তথ্য জানিয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ১২ জন নিহত এবং ৪৯ জন আহত হয়। এছাড়া গত ২৭ মে থেকে ত্রাণ বিতরণের নতুন এই নীতির কারণে ৪ হাজার ৫৩৭ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৫৭ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন।

Exit mobile version