Home আন্তর্জাতিক আস্থার সঙ্কটে শীর্ষস্থান হারাচ্ছে ডলার

আস্থার সঙ্কটে শীর্ষস্থান হারাচ্ছে ডলার

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা আমেরিকার আর্থিক গতিপথ সম্পর্কে ক্রমশ সতর্ক হয়ে উঠছে, তাই মার্কিন ডলার চাপের মধ্যে রয়েছে। একসময় নির্ভরযোগ্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা হলেও, ডলার এখন নতুন করে সংশয়ের মুখোমুখি হচ্ছে, কৌশলবিদরা ইয়াহু ফাইন্যান্সকে বলছেন যে, বিদেশী উদ্দীপনা এবং বিদেশে আরও আকর্ষণীয় মূল্যায়নের প্রত্যাশার মধ্যে ইউরোপ এবং এশিয়ায় মূলধন অবমূল্যায়িত মুদ্রার দিকে ঝুঁকছে।

ব্লুমবার্গের তথ্য অনুসারে, ইউরো, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক সহ বিভিন্ন প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মূল্য ট্র্যাক করে এমন মার্কিন ডলার সূচক – বছরের শুরু থেকে ৮ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে, যা অন্যান্য সমস্ত জি১০ মুদ্রার তুলনায় কম পারফর্ম করছে। ব্রেন্ট ক্রুড এর পাশাপাশি এটি বছরের সবচেয়ে খারাপ পারফর্মিং সম্পদ শ্রেণীর একটি। এপ্রিল থেকে, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রে সূচকটি ১০০-এর নীচে নেমে গেছে, যা ২০২২ সালের পর দেখা যায়নি এমন সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

সূত্র : ইয়াহু ফাইন্যান্স।

Exit mobile version