স্পোর্টস ডেস্ক : দুই দিন পরই শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। আসন্ন এই আসরে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে মূল পর্ব শুরুর আগে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় মাঝপথে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৩৭ ওভারে। গুয়াহাটিতে এদিন ইংলিশ বোলাররা দাপট দেখিয়েছে। তবে নিজের স্বভাবসুলভ ক্রিকেট খেলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি ব্যাটারের ৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে বাংলাদেশ।

ইনজুরিতে থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কা ম্যাচের মতো আজও খেলেননি। আজকের ম্যাচে টাইগারদের অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার লিটন দাস। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার আজ ফিরেছেন কেবল মাত্র ৫ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন নাজমুল হোসেন শান্ত। আজকের ম্যাচের অধিনায়ক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এই দুই টপ অর্ডার ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ইংলিশ পেসার রিচ টপলি।

তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন আগের ম্যাচের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওপেনার তানজিদ তামিম। এই দুজন মিলে অর্ধশত রানের জুটি গড়েন। তবে টানা দ্বিতীয় অর্ধশতকের দিকে এগিয়ে যাওয়া তামিম ৪৫ রানে মার্ক উডের বলে থামেন।

এই ওপেনার ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রান করে ফিরে গেছেন। এরপর ক্রিজে নেমে ১৮ রান করে ফিরেছেন রিয়াদও।

তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন মিরাজ। ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান স্কোর বোর্ডে যোগ করার পর বেরসিক বৃষ্টির আবির্ভাব ঘটে। ফলে দীর্ঘ ম্যাচ বন্ধ থাকে। প্রায় ঘণ্টা খানেক বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমে ৩৭ ওভারে দাঁড়ায়। কার্টেল ওভারে শুরু হওয়া ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি টাইগাররা।

ইংলিশ পেসারদের দাপটে শেষ পর্যন্ত ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৭ ওভারে ১৯৭ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মিরাজ। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন রিচ টপলি।