Home কানাডা খবর ইউক্রেনীয় উদ্বাস্তুদের কানাডায় আনতে জটিলতা

ইউক্রেনীয় উদ্বাস্তুদের কানাডায় আনতে জটিলতা

অনলাইন ডেস্ক : রুশ আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ইউক্রেনীয়দের একটি বড় অংশকে আশ্রয় দিচ্ছে কানাডা। ইতোমধ্যে অনেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কানাডায় পৌঁছেছেন। অনেকে বিভিন্ন দেশে আম্রয় শিবিরে দিন কাটাচ্ছেন। তবে অটোয়া প্রশাসন বলেছে, ইউক্রেনীয়দের কানাডায় আনা যতটা সহজ মনে করা হয়েছিল বাস্তবে তা মনে হচ্ছে না। অটোয়া স্বীকার করেছে যে ইউক্রেনীয় উদ্বাস্তুদের কানাডায় আনা প্রত্যাশার চেয়ে জটিল হয়ে যাচ্ছে।
ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা বৃহস্পতিবার বলেছেন, কানাডিয়ান এয়ারলাইন্সগুলো চাটার্ড ফ্লাইটে ইউক্রেনীয় শরনার্থীদের কানাডায় আনতে প্রস্তুত। তবে এক্ষেত্রে কিছু আইনগত বাধা অতিক্রম করতে হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ৫ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন অংশে চলে গেছে। এদিকে অস্থায়ী বা স্থায়ীভাবে কানাডায় আসতে চাওয়া ইউক্রেনীয়দের সাহায্য করার জন্য কানাডিয়ান সরকার নির্দিষ্ট অভিভাসন কর্মসূচি চালু করেছে।

মন্ত্রী আল ঘাবরা গত মাসে বলেছিলেন যে, ইউক্রেনীয় শরনার্থীদের কানাডায় আনার জন্য সরকার এয়ারলাইন্সগুলোর সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী চার্টার ফ্লাইটে তাদের কানাডায় আনা হবে। কিন্তু বৃহস্পতিবার মন্ত্রী স্বীকার করেছেন যে, ফ্লাইটগুলো সমন্বয় করা যতটা সহজ মনে হয়েছিল এখন তা বেশ জটিল মনে হচ্ছে। কেননা কানাডায় আসতে ইচ্ছুক শরনার্থীরা সবাই এক জায়গায় নেই। তাই বিষয়টি প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন বলে মনে হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু লজিস্টিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরই এসব বাধা অতিক্রম করতে পারব এবং ভাল একটি উপায় খুঁজে পাব।’ মন্ত্রী আরো বলেন, যুদ্ধ শুরুর আগে যেসব ইউক্রেনীয় কানাডিয়ান ভিসার জন্য আবেদন করেছিলেন তারা অনেকেই আর আগের স্থানে নেই। তাদের খুঁজে বের করা এবং তাদের জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করা খুবই জটিল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে অভিবাসন সমালোচক আলেক্সিস ব্রæনেলি ডুসেপি বলেছেন, ‘মন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে তিনি পরিস্থিতির চাপে বিচলিত হয়ে পড়েছেন। আমার মনে হয় হাল ছেড়ে না দিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কোন পরিস্থিতি সামাল দেয়া যায়। কানাডা ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্যমতে অটোয়া ৭১ হাজার ৫৭ জন ইউক্রেনীয় ও তাদের স্বজনদের আাবেদন অনুমোদন করেছে। কানাডা-ইউক্রেন ইমার্জেন্সি ট্রাভেল অথরাইজেশনের (সিইউএটিইউ) অধিনে এই অনুমোদন দেয়া হয়েছে। এই বিশেষ প্রোগ্রামের অধিনে তারা ৩ বছর কানাডায় অস্থায়ী বসবাসের সুযোগ পাবেন। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version