Home আন্তর্জাতিক ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান পুতিন : যুক্তরাষ্ট্র

ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান পুতিন : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, যুদ্ধে মস্কোর বাহিনী এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কেবল মাত্র ধীরে আঞ্চলিক অগ্রগতি অর্জন পারবে। এর অর্থ এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হাইনিস। খবর বিবিসির।

হাইনিস বলেন, পুতিনের এখনও একই লক্ষ্য রয়েছে যা তিনি সংঘাতের শুরুতে রেখেছিলেন- ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করা। তবে রাশিয়ার সেই লক্ষ্য শিগগিরই অর্জনের সম্ভাবনা কম বলে জানান তিনি।

মার্কিন বাণিজ্য দপ্তরের এক সম্মেলনে হাইনিস বলেন, ‘আমরা এই এলাকায় পুতিনের স্বল্প-মেয়াদি সামরিক উদ্দেশ্য এবং তার সামরিক সক্ষমতার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে দেখছি, তার উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক বাহিনীর সক্ষমতার মধ্যেও এক ধরনের অমিল রয়েছে।’

Exit mobile version