অনলাইন ডেস্ক : ইউক্রেনে সেনা অভিযানের বিরোধিতা করে লাইভ সম্প্রচার চলাকালীনই পদত্যাগ করেছেন রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের কর্মীরা। ইউক্রেন যুদ্ধের কাভারেজ নিয়ে ‘টিভি রেইন’ চ্যানেলের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরই তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য খবর সম্প্রচার বন্ধ থাকবে। বৃহস্পতিবার শেষ সম্প্রচার চলাকালীন স্টুডিও থেকে ওয়াকআউট করেন কর্মীরা।

ওই সময় চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিনদেয়েভাকে বলতে শোনা যায়, ‘যুদ্ধ নয়’! এর পরই সম্প্রচারে চালানো হয় ‘সোয়ান লেক’ ব্যালের ভিডিও। উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলগুলোতে এই ব্যালের ভিডিও চালানো হয়েছিল।

এর আগে, ইউক্রেন যুদ্ধের কাভারেজ নিয়ে চাপের মুখে পড়ে বন্ধ করে দেওয়া হয় রুশ রেডিও স্টেশন ‘ইকো অব মস্কো’।

সম্প্রতি ইউক্রেনের এক সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ওই রেডিও স্টেশনের পক্ষ থেকে। সাক্ষাৎকারে রুশ-হামলার ভয়াবহতা তুলে ধরেন ইউক্রেনের ওই সাংবাদিক। এরপরেই রুশ সরকারের পক্ষ থেকে রেডিও স্টেশনটির ওপর চাপ আসতে থাকে। তারপরই স্টেশন বন্ধ করা দেওয়ার সিদ্ধান্ত নেয় ‘ইকো অব মস্কো’র কর্তৃপক্ষ।