অনলাইন ডেস্ক : ইউক্রেন ইস্যু নিয়ে মিত্রদের সঙ্গে মঙ্গলবার (১৯ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷ আলোচনার বিষয় ইউক্রেন যুদ্ধ, যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার কৌশল৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে।

দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ৷ প্রাণের অপচয়, সম্পদ ধ্বংস হচ্ছে প্রতিদিন৷ যুদ্ধের প্রভাব পড়ছে সারা বিশ্বে৷ অথচ খুব তাড়াতাড়ি যুদ্ধ থামবে- এমন কোনো লক্ষণ নেই৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অবস্থানে অনড়৷ তাই ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বাড়ছে প্রতিদিন৷ এই পরিস্থিতেই ইউক্রেনের পাশে দাঁড়ানে দেশগুলোর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলার পরিকল্পনা করেছেন বাইডেন৷আলোচনায় কারা কারা অংশ নেবেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি৷

সোমবার হোয়াইট হাউস কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানা গেছে জরুরি এ ভার্চুয়াল বৈঠকের কথা৷ সেখানে শুধু বলা হয়েছে, ‘‘ইউক্রেনের প্রতি চলমান সমর্থন এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টার অংশ হিসেবে প্রেসিডেন্ট সকল মিত্র এবং অংশীদারদের সঙ্গে এক নিরাপদ ভিডিও আলোচনায় অংশ নেবেন৷