বকুল খান, স্পেন : ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিশুদের মেধা বিকাশে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই সপ্তাহব্যাপী কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা-২০২০।

এবারের প্রতিযোগিতায় ইউরোপের প্রায় প্রতিটি দেশের বাংলাদেশি বংশোদ্ভূতসহ অন্যান্য দেশের শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

অনলাইন ভিত্তিক গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিচারকদের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে স্পেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ বছর বয়সী মাহফুজা সারা আলম প্রথম স্থান অধিকার করে।

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মানুষরা বলছেন, মাহফুজা সারা আলমের অভূতপূর্ব বিজয়ে প্রবাসে নতুন প্রজন্ম ইসলামিক শিক্ষা বিকাশে অনন্য ভূমিকা রাখবে।

মাহফুজা সারা আলমের বাবা এনটিভির স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। সাংবাদিক সেলিম আলমের তিন সন্তানের মধ্যে সারা দ্বিতীয়।