Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা প্রত্যাহার

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা প্রত্যাহার

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। সুনামি সতর্কতা নিয়ে ফ্লোরেস সাগরের কাছে উপকূল এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা না থাকায় আজ মঙ্গলবারের সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। খবর মিয়ামি হেরাল্ডের।

এর আগে ইন্দোনেশিয়ার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সুনামির তরঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মাউমেরে থেকে ৯১ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩৯৮ কিলোমিটার দূরে বিমা এলাকায় অবস্থান করা এক ব্যক্তি বলেন, ভূমিকম্পের প্রায় ১১ মিনিট পরেও মেঝেতে শুয়ে থাকার সময় তারা কম্পন অনুভব করেছেন।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আজ সকালে সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য বিপজ্জনক সুনামির শঙ্কা রয়েছে। কিন্তু পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হলো।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন এবং বড় ধরনের ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটি পরিচিত।

এর আগে জানুয়ারিতেই বড় ধরনের ভূমিকম্প হয়েছে সে দেশে। ৬.২ মাত্রার সেই ভূমিকম্পে ১০৫ জন নিহতের ঘটনা ঘটেছিল এবং আহত হয়েছিল সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। তবে আজকের ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সূত্র : মিয়ামি হেরাল্ড।

 

Exit mobile version