Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তুষাড়ঝড়, নিউইয়র্কে উচ্চ সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তুষাড়ঝড়, নিউইয়র্কে উচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন তুষাড়ঝড়ে অন্তত দুই হাজার ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এরমধ্যে শুক্রবার ১৫’শ এবং শনিবার পাঁচশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউজার্সি এবং নিউইয়র্কে উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় সরকার।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ শনিবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের সবচেয়ে বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে জমা হওয়া বরফ শহরটি চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, নিউইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া লং আইল্যান্ড এবং উত্তর জার্সিতেও একইরকম পরিস্থিতি হতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা ব্যাপক হ্রাস পেয়েছে। এতে করে নিরাপদ যান চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে।

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু নির্দেশনা জারি করেছে। তারা বলেছে, সড়ক পিছল হয়ে যাবে। সন্ধ্যা ও রাতের দিকে ধীরগতিতে গাড়ি চালাতে চালকদের অনুরোধ করেছে তারা।

সূত্র: সিবিএস

Exit mobile version