Home আইটি বিশ্ব ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ইলোন মাস্কের এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, দুই প্রতিষ্ঠান একযোগে এমন চুক্তি করেছেন যা অন্যান্য এআই চ্যাটবটের জন্য আইওএস প্ল্যাটফর্মে প্রবেশ ও প্রতিযোগিতা কঠিন করে দিচ্ছে। মামলাটি টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনের মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই দাবি করেছে, ২০২৪ সালে অ্যাপল ও ওপেনএআইয়ের চুক্তির কারণে অ্যাপলের স্মার্টফোনে কেবল চ্যাটজিপিটি সরাসরি যুক্ত হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অন্য কোনো এআই চ্যাটবট সহজে ডাউনলোড বা ব্যবহার করতে পারছে না। ফলে অন্যান্য এআই কোম্পানিগুলো তাদের সম্ভাব্য ব্যবহারকারী এবং ইনপুট হারাচ্ছে।

এক্সএআই চায়, অ্যাপল যেন এই প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম বন্ধ করে এবং ক্ষতিপূরণের জন্য বিলিয়ন ডলারের দাবিও তুলেছে। মামলায় এক্সএআই ও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) বাদী হিসেবে রয়েছে।

অন্যদিকে, অ্যাপল এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ওপেনএআইয়ের মুখপাত্র মন্তব্য করেছেন, মাস্ক আমাদের কোম্পানিকে ক্রমাগত হয়রানি করছেন। সাম্প্রতিক মামলাটিও এরই অংশ।

Exit mobile version