Home আইটি বিশ্ব সহজে বয়স ও ভৌগোলিক উৎস নির্ধারণে বিজ্ঞানীদের অনন্য সাফল্য

সহজে বয়স ও ভৌগোলিক উৎস নির্ধারণে বিজ্ঞানীদের অনন্য সাফল্য

অনলাইন ডেস্ক : ইউরোপের গবেষকরা এমন এক আধুনিক ফরেনসিক ডিএনএ টুল তৈরি করেছেন, যা সহজে ক্ষুদ্র বা ক্ষতিগ্রস্ত নমুনা থেকেও মানুষের বয়স, শারীরিক বৈশিষ্ট্য ও ভৌগোলিক উৎস নির্ধারণ করতে পারবে।ভিসেজ (ভিজিবল অ্যাট্রিবিউটস থ্রু জেনোমিকস নামের আন্তর্জাতিক প্রকল্পটি ইউরোপের এক ডজনেরও বেশি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সমন্বয়ে গড়ে উঠেছে। পোল্যান্ডের জাগিয়েলোনিয়ান বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির গবেষকেরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খবর আনাদোলুর।

প্রকল্পের সদস্য অধ্যাপক এভেলিনা পসপিয়েখ বলেন,‘এটি পোল্যান্ডের জন্য বড় অর্জন। তৈরি করা টুলটি বিশ্বজুড়ে এখন পরীক্ষা ও যাচাই করা হচ্ছে।’
প্রযুক্তিটি ডিএনএ মিথ্যাইলেশন (DNA methylation) নামের রাসায়নিক প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কাজ করে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এর ফলে কোনো ব্যক্তির বয়স সর্বোচ্চ তিন বছরের ব্যবধানে নির্ধারণ করা সম্ভব।

পসপিয়েখের ভাষায়-‘যত নিখুঁতভাবে নমুনার ব্যক্তির বয়স নির্ধারণ করা যাবে, তত দ্রুত সন্দেহভাজনের সংখ্যা কমে আসবে।

Exit mobile version