Home আন্তর্জাতিক ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় জানানো হয়, দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ফলে দেশটিতে আগামী ১০ জিলহজ বা ৬ জুন শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

এর কয়েক ঘণ্টা আগে, পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় একে একে দেয়া হয় ঘোষণা। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা পালিত হবে।

আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও পবিত্র কুরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৯ মে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ব্রুনাইও। দেশটিতে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এজন্য ব্রুনাইয়ে শনিবার (৭ জুন) কুরবানির ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে।

জিলহজ হিজরি সনের ১২তম বা শেষ মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানি পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার পর্যন্ত ১১ লাখের বেশি মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন। এর আগের বছর, হজ আদায়কারীর সংখ্যা ছিল ১৮ লাখের বেশি যাদের মধ্যে ১৬ লাখের বেশি ছিল বিদেশি হজযাত্রী, অন্যরা সৌদি আরবের।

Exit mobile version