অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন দেশটির মুসলমানরা। খালিজ টাইমসের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, বুধবার (১০ এপ্রিল) ভোর হতেই নিকটবর্তী মসজিদে ছুটে যান দেশটির সাতটি আমিরাতের বাসিন্দারা। সেখানে ঈদের নামাজ আদায় করেন তারা। পরে মোনাজাতে সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করেন। তার কাছে সবার জন্য শান্তি ও মঙ্গল কামনা করেন। সবশেষে আনন্দ-উচ্ছ্বাসের দিনে সমাজের অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানান মুসলিমরা।

উন্মুক্ত মুসাল্লাগুলোতেও প্রার্থনকারীদের সমাবেশ ঘটে। তাদের আগমনে পরিপূর্ণ ছিল সেগুলো। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন তারা। ইতোমধ্যে যার বেশ কিছু ছবি ভাইরাল হয়ে পড়েছে।

দুবাইয়ের বিখ্যাত আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদে শত শত লোক নামাজ আদায় করেন। শারজাহর আল নূর মসজিদেও একই দৃশ্যের অবতারণা ঘটে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্চা বিনিময় করেন মুসল্লিরা।