Home কানাডা খবর ঊর্ধ্বমুখী হয়েছে কানাডার খুচরা বিক্রি

ঊর্ধ্বমুখী হয়েছে কানাডার খুচরা বিক্রি

অনলাইন ডেস্ক : কভিডজনিত সংকোচনের পর ঘুরে দাঁড়িয়েছে কানাডার খুচরা বিক্রি। ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি ১ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছিল। তবে জানুয়ারিতে আগের মাসের তুলনায় বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটসকান জানিয়েছে, ডিসেম্বরে ৫ হাজার ৭০৫ কোটি কানাডীয় ডলারের (৪ হাজার ৪৯১ কোটি ডলার) খুচরা পণ্য বিক্রি হয়েছে। যেখানে নভেম্বরে বিক্রি হয়েছিল ৫ হাজার ৮০৬ কোটি কানাডীয় ডলার মূল্যের পণ্য। সব মিলিয়ে ২০২১ সালে দেশটির খুচরা বিক্রি ৬৭ হাজার ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে। বিক্রির এ পরিমাণ দেশটির ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। ফ্ল্যাশ জরিপের ওপর ভিত্তি করে সংস্থাটি জানুয়ারির পরিসংখ্যান প্রকাশ করেছে।

সিআইবিসি ক্যাপিটাল মার্কেটসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্ড্রæ গ্রান্থাম বলেন, জানুয়ারির প্রাথমিক ডাটায় ইতিবাচক তথ্য পাওয়া গেছে। এটি খুচরা বিক্রি প্রত্যাবর্তনের দিকে নির্দেশ করে।

স্ট্যাটসকান জানিয়েছে, প্রায় ১৫ শতাংশ খুচরা বিক্রেতা ডিসেম্বরে ব্রিটিশ কলম্বিয়ার বন্যার অব্যাহত প্রভাবের কথা জানিয়েছেন। এ বন্যায় কানাডার বৃহত্তম বন্দরের রাস্তা ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। পণ্যের পরিমাণের হিসাবে ডিসেম্বরে খুচরা বিক্রি ২ দশমিক ৫ শতাংশ কমেছিল।

Exit mobile version