অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিশ্বের সবদেশের নাগরিকদের জন্য একাধিক পর্যটন ভিসা চালু করেছে। দেশটি একটি নতুন দূরবর্তী স্থান থেকে কাজের ভিসারও অনুমোদন দিয়েছে। এর ফলে রিমোট ওয়ার্কিং ভিসার আওতায় কর্মীরা আমিরাতে থেকে দেশের বাইরের যেকোনো সংস্থায় কাজ করতে পারবেন।

কোভিড-১৯ মহামারীতে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক পর্যটক ও রিমোট ওয়ার্কিং অনুমোদন দেয়া প্রথম দেশগুলোর একটি ইউএই। দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটারে এ ভিসা চালুর বিষয়টি জানান। রিমোট ওয়ার্ক ভিসা গত অক্টোবরের মাঝামাঝিতে প্রথম চালু করা হয়েছিল। এ ভিসার আওতায় কর্মীরা কিছু নিয়ম মেনে এক বছরের জন্য আমিরাতে থাকতে পারেন।

শেখ মোহাম্মদ বলেন, বিশ্বজুড়ে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থানকে উন্নত করতে এবং আমাদের নাগরিক ও বাসিন্দাদের সর্বোত্তম মানের জীবনযাত্রা সরবরাহের লক্ষ্যে সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছি। আমাদের এ যাত্রা উন্নয়নকে স্থায়ী করা।