Home আন্তর্জাতিক এবার মাইক্রোসফট কর্মকর্তাকে বরখাস্তের আহ্বান ট্রাম্পের

এবার মাইক্রোসফট কর্মকর্তাকে বরখাস্তের আহ্বান ট্রাম্পের

অনলাইন ডেস্ক : মাইক্রোসফটের আন্তর্জাতিক বিষয়ক প্রধান লিসা মোনাকোকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শুক্রবার তিনি আহ্বান জানান।মোনাকো ডেমোক্র্যাট প্রশাসনের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন, ‘মাইক্রোসফটের চাকরি থেকে অবিলম্বে লিসা মোনাকোকে বরখাস্ত করা উচিত বলে আমি মনে করি।’

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার কথিত শত্রু ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। ট্রাম্পের একজন বিশিষ্ট সমালোচক এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমিকে বৃহস্পতিবার দুটি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং ট্রাম্প শুক্রবার বলেছেন যে তিনি আশা করেন, ‘আরও কিছু আছে।’

মোনাকোকে বরখাস্ত করার জন্য মাইক্রোসফটের প্রতি আহ্বান জানাতে গিয়ে ট্রাম্প উল্লেখ করেছেন যে, জো বাইডেন প্রশাসনে যখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আনা হয়েছিল, তখন মোনাকো ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটিতে লিখেছেন, ‘মোনাকোকে গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট হিসেবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে তিনি অত্যন্ত সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পাচ্ছেন।’ তিনি আরও লিখেন, ‘মোনাকোর এ রকম অ্যাক্সেস থাকা মোটেই গ্রহণযোগ্য নয়, এবং এটা কিছুতেই চলতে দেওয়া যায় না।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘তিনি (মোনাকো) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি, বিশেষ করে যখন মাইক্রোসফটের সঙ্গে মার্কিন সরকারের বড় বড় চুক্তি রয়েছে।’

২০২১ সালে হোয়াইট হাউজ ত্যাগের পর ট্রাম্প একাধিক তদন্তের মুখোমুখি হন। গোপন নথিপত্রের ভুল ব্যবহারের তদন্তের অংশ হিসেবে ২০২২ সালে এফবিআই তার মার-এ-লাগোর বাড়িতে অভিযান চালায় এবং বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনে।

Exit mobile version