Home কানাডা খবর ওয়াটার লু অঞ্চলে স্কুলগুলোর জন্য বর্ণবাদ বিরোধী নতুন কাউন্সিল চালু

ওয়াটার লু অঞ্চলে স্কুলগুলোর জন্য বর্ণবাদ বিরোধী নতুন কাউন্সিল চালু

অনলাইন ডেস্ক : ওয়াটার লু অঞ্চলের ক্যাথলিক স্কুলগুলোতে চলা বর্ণবাদকে মোকাবেলা করার জন্য কৃষ্ণাঙ্গ অভিভাবকেরা নতুন একটি কাউন্সিল চালু করেছে। বø্যাক প্যারেন্ট কাউন্সিলকে ডবিøউ নামে সংগঠনটি গত সপ্তাহে প্রকাশ্যে তাদের কার্যক্রম শুরু করে। ওয়াটার লু অঞ্চলের আফ্রিকান, ক্যারিবিয়ান ও কৃষ্ণাঙ্গরা এই কাউন্সিল গঠন করেছেন। স¤প্রতি ৪ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ স্কুল ছাত্রের কথিত হিংসাত্মক আচরণের জন্য ওয়াটার লু ক্যাথলিক ডিস্ক্রিক্ট স্কুল বোর্ড (ডবিøউ সি ডি এস বি) কর্তৃপক্ষের পুলিশ ডাকার ঘটনায় সেখানে বিতর্ক দেখা দেয়। এই ঘটনা স্থানীয় কৃষ্ণাঙ্গ ও তাদের শুভাকাক্সক্ষীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। কৃষ্ণাঙ্গ অভিভাবকেরা অভিযোগ করেন যে এটি একটি বর্ণবাদী আচরণ। এই স্কুলগুলোতে বর্ণবাদ একটি প্রজন্মগত সমস্যা।

কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা লেনা থিবেহ একজন আফ্রো-ফিলিস্তিনি মহিলা। তার শিশু সন্তান স্কুলে ২য় শ্রেণীতে পড়ে। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ বিরোধী বৈষম্য ও বর্ণবাদ এই অঞ্চলের স্কুলগুলোতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখনও বর্ণবাদের শিকার হয়েছি, এখন আমাদের সন্তানেরাও এ থেকে রেহাই পাচ্ছে না। এটি ‘আন্তঃপ্রজন্মীয় ট্রমা’ ও ‘পদ্ধতিগত’ বর্ণবাদ। এসবের একটা বিহিত হওয়া উচিত।
বø্যাক প্যারেন্ট কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্থানীয় বর্ণবাদ বিরোধী শিক্ষাবিদ সেলাম দেবস বলেন, কালো বলে আমাদের ও আমাদের সন্তানদের প্রতি অনেক অবিচার হয়েছে। আর নয়, এখন তারা যদি তাদের আচরণ পরিবর্তন করতে অস্বীকার করে তবে তাদেরকে তা করতে বাধ্য করা হবে।

অভিভাবক পরিষদ নতুন কাউন্সিলকে স্বাগত জানিয়েছে। শুরুতে এর সদস্য সংখ্যা মাত্র ২০ জন হলেও দিন দিন তা বাড়ছে। প্রতি সপ্তাহে অন্তত ১ দিন তারা তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন এবং সমাধানের জন্য কর্তৃপক্ষকে বাধ্য করবেন। সেলাম দেবস বলেন, আমাদের এমন একটি প্লাটফর্মের দরকার ছিল। যেখানে কৃষ্ণাঙ্গ পিতা-মাতা হিসেবে আমাদের সন্তানদের সমর্থনে আমাদের কণ্ঠস্বর জোড়ালো ও প্রসারিত করতে পারব। তিনি বলেন, আমরা স্কুল বোর্ডকে পূর্ব নির্ধারিত কর্মের বাইরে যেতে দেখতে চাই। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের প্রতি পদ্ধতিগত বর্ণবাদের অবসান চাই। তবে ক্যাথলিক বোর্ড কৃষ্ণাঙ্গদের এই অভিযোগ অস্বীকার করেছে। বোর্ডের শিক্ষা বিষয়ক পরিচালক লরেটা নোটেন বলেন, আমাদের বিরুদ্ধে ‘পদ্ধতিগত বর্ণবাদের’ অভিযোগ দুঃখজনক। আমরা এ ধরনের কোন ধারণায় বিশ্বাসী নই এবং আমরা বর্ণবাদকে প্রশ্রয় দেই না। সূত্র : সিবিসি

Exit mobile version