অনলাইন ডেস্ক : মধ্য-আফ্রিকার দেশকঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ রুবায়ার একটি কোলটান খনিতে ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ২২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা চলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গৃহযুদ্ধ কবলিত কঙ্গোর রুবায়া প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহীরা। তাদের নিযুক্ত মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন, প্রায় অর্ধশতাধিক লোককে থসে পড়া খনি থেকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও মানুষ চাপা পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান উৎপাদিত হয়। এই কোলটান প্রক্রিয়াজাত করে তাপসহনশীল ধাতু ট্যান্টালাম তৈরি করা হয়। মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন নির্মাতাদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে কোলটানের।
স্থানীয় বাসিন্দারা রুবায়ার কোলটান খনিতে দিনের বেলা কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করেন। ওই খনিটি ২০২৪ সাল থেকে দেশটির এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ওই ধসের ঘটনা ঘটেছে বলে লুমুম্বা জানিয়েছেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খনি ধসে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
