Home কানাডা খবর কমে গেছে টরন্টোর পৌর নির্বাচনে অগ্রিম ভোটিং

কমে গেছে টরন্টোর পৌর নির্বাচনে অগ্রিম ভোটিং

সুহেল ইবনে ইসহাক: ২০১৮ সালের তুলনায় এই মাসের মিউনিসিপ্যাল নির্বাচনের জন্য কম টরন্টোনিয়ানরা আগাম ভোট দিয়েছেন। সিটি থেকে প্রাপ্ত নিউজ রিলিজে জানা যায় ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে মাত্র ১১৫,৯১১জন টরন্টো বাসিন্দা ভোট দিয়েছেন, যা চার বছর আগের তুলনায় ৬.৭৫ শতাংশ কম। যদিও ভোটারদের কাছে ২০১৮ সালের তুলনায় এই বছর আগাম ভোট দেওয়ার জন্য পূর্বের চেয়ে তিন দিন সময় বেশি ছিল।

গত আট বছর ধরে টরন্টোর মেয়র জন টরি আরেকটি মেয়াদে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ফোরাম রিসার্চ দ্বারা টরন্টো স্টারের জন্য পরিচালিত একটি সা¤প্রতিক জরিপে টরি ৫৬ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন এবং গিল পেনালোসা ২০ শতাংশ সমর্থনঅর্জন করেন ।

যদিও এই বছর টরির বেশ কয়েকজন প্রতিদ্ব›দ্বী রয়েছে, যার মধ্যে নগরবাদী পেনালোসা, নীতি বিশ্লেষক ক্লোই ব্রাউন এবং প্রাক্তন পুলিশ অফিসার বেøক অ্যাক্টন ও রয়েছেন।
২০১৮ সালে পৌরসভার ভোটারদের উপস্থিতি ইতিমধ্যেই কমে গিয়েছিল, যখন যোগ্য টরন্টো বাসিন্দাদের মাত্র ৪১ শতাংশ ভোট দিতে দেখা গিয়েছিল, যা ২০১৪ সালের নির্বাচনে ৬০ শতাংশ থেকে কম ছিল?

টরন্টোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর, সকাল ১০ টা থেকে ৮টা পর্যন্ত।

Exit mobile version