অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের উৎস কী, তার উত্তর মেলেনি এখনো। তাই এর উৎস সম্পর্কে খোঁজ নিতে চীন গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই বিশেষজ্ঞ। দেশটিতে ইতোমধ্যে পৌঁছেও গেছেন তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন,‌ ‌‘নতুন করে করোনা ছড়িয়ে পড়ার উৎস খুঁজতেই এসেছেন তারা।’

চীনের গণমাধ্যম সিজিটিএনে বলা হয়েছে, ডব্লিউএইচও’র এ দুই বিশেষজ্ঞ চীনা বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন। তবে চীনে তারা কোথা থেকে কোথায় যাবেন, সে সম্পর্কিত কিছু বলা হয়নি। বিশেষজ্ঞদের দলটি অন্য অঞ্চল, এমনকি অন্য দেশেও এই ধরনের খোঁজ চালাতে পারেন।

বিজ্ঞানীরা অনুমান করেছেন, ২০১৯ সালের ডিসেম্বরে সম্ভবত এই ভাইরাস চীনের উহানে একটি প্রাণি বাজার থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এরপর তা সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে।