বিনোদন ডেস্ক: করোনাভাইরাস থেকে দেশকে বাঁচাতে ভারতীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা। এবার করোনা রোধ করতে সহযোগিতা করলেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ভারতের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লাখ টাকা তুলে দিয়েছেন মিমি। ৫০ হাজার টাকা সাংসদ তহবিল থেকে ও ১ লাখ টাকা ব্যক্তিগতভাবে দান করেছেন মিমি।

যাদপুরের হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য এবং করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মিমি এই টাকা দিয়েছেন বলে জানা গেছে।

মিমি ছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন নায়ক দেব। এরপর নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত ও ঘাটাইলের নাগরিকরা।

শুধু টাকা দিয়েই নয়, করোনাকে রুখে দিতে দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সবাই বিভিন্ন ভাবে সচেতনতা করে চলেছেন মানুষকে। মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন তারা।