Home বিনোদন কলকাতার পূজা উৎসবে মিথিলা, নিয়ে গেছেন ঢাকাই শাড়ি

কলকাতার পূজা উৎসবে মিথিলা, নিয়ে গেছেন ঢাকাই শাড়ি

বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, আর বাকি মাস খানেক। তবে ইতিমধ্যেই কলকাতার মার্কেটগুলোতে সাজ সাজ রব। আর এ সময়টাতে সেখানেই থাকবেন কলকাতার ঘরণী বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সাজবেন পূজাতেও।

তবে কলকাতার নয়, পরবেন ঢাকাই জামদানি। আর তা আগ থেকেই গুছিয়ে রেখেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিথিলা।

তিনি জানান, দুই বাংলার পূজার নস্টালজিয়া থেকে ফ্যাশন নিয়ে দারুণ রোমাঞ্চিত অভিনেত্রী। এবারের কলকাতার পুজোর জন্য বিশেষ ঢাকাই জামদানি তুলে রেখেছেন মিথিলা। ছোটবেলায় দেশের সিদ্ধেশ্বরী মন্দিরের দুর্গাপূজার স্মৃতি থেকে কলকাতার উৎসবের গ্যাঞ্জার, সবই এবার পরিবার নিয়ে উপভোগ করতে চান সৃজিত ঘরণী।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। গত বছরের দুর্গাপূজাতেও কলকাতা ছিলেন এই অভিনেত্রী। সেবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছিলেন তিনি।

এদিকে, সংসারের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত আছেন এই তারকা। চুক্তিবদ্ধ হয়েছেন টলিউডে দুই সিনেমায়। এর মধ্যে ‘মায়া’ শিরোনামে একটি সিনেমার কাজ শেষও। এর পরিচালক রাজর্ষি দে। দ্বিতীয় সিনেমার নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। এটি নির্মাণ করছেন রিঙ্গো।

Exit mobile version