Home কানাডা খবর কানাডায় এনডিপির সৌজন্যে ইফতার পার্টি

কানাডায় এনডিপির সৌজন্যে ইফতার পার্টি

আহসান রাজীব বুলবুল, কানাডা : কানাডার ক্যালগরির ফাহাদ রেস্টুরেন্টে আলবার্টা সরকারের বিরোধী দল এনডিপির সৌজন্যে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিরোধী দলের নেতা রিচাড নেটলি উপস্থিত ছিলেন।

ইফতার পার্টিতে বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এছাড়াও আসন্ন আলবার্টার প্রাদেশিক নির্বাচন নিয়ে এনডিপির নেতা-কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করেন।

ইফতার পার্টিতে প্রধান বিরোধী দল এনডিপির সভাপতি রিচাড নেটলি বলেন, রমজান মাসের ইফতার পার্টিতে সবাই একসঙ্গে হতে পেরে খুবই ভালো লাগছে। এছাড়াও তিনি তার নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ইফতার পার্টিতে বিভিন্ন কমিউনিটির কমিউনিটি ব্যক্তিত্ব এবং এনডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version