অনলাইন ডেস্ক : ইসলামাবাদ থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি ফ্লাইট টরন্টোতে অবতরণের পরপরই দুই জ্যেষ্ঠ ফ্লাইট অ্যাটেনডেন্ট পালিয়ে গেছে। পতাকা বাহকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

তাদের ‘পালানোর’ ফলে এ বছর কানাডায় পৌঁছানোর পর পালিয়ে যাওয়া পিআইএ ক্রু সদস্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। গত বছরও পিআইএ-র আরো চার জন ক্রু পালিয়ে গিয়েছিলেন।

পিআইএর এক মুখপাত্র জানিয়েছেন, খালিদ মেহমুদ ও ফেদা হুসেন নামে দুই জ্যেষ্ঠ ফ্লাইট অ্যাটেনডেন্ট ফ্লাইট পিকে৭৭২-এ করে ইসলামাবাদ থেকে টরন্টো পৌঁছান। টরন্টোতে পৌঁছানোর পর তারা দেশে ফেরার পরিবর্তে পালিয়ে গিয়েছেন বলে জানান তিনি।

ইসলামাবাদে ফেরার সময় দুই জ্যেষ্ঠ ক্রু টরন্টোতে আসে নি। দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট ছাড়াই জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ফ্লাইটকে ইসলামাবাদে ফিরে যেতে হয়েছে।

টরেন্টোর স্থানীয় কর্তৃপক্ষকে পিআইএর দুই কর্মীর বিষয়ে অবহিত করা হয়েছে এবং তাদের উভয়ের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র: দ্যা ডন