Home কানাডা খবর কানাডার বিশ্বকাপ ফুটবল ইতিহাসে প্রথম গোল এলো ডেভিসের মাথা ছুঁয়ে

কানাডার বিশ্বকাপ ফুটবল ইতিহাসে প্রথম গোল এলো ডেভিসের মাথা ছুঁয়ে

ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে দীপ্ত ভঙ্গিতে ডেভিস

অনলাইন ডেস্ক : গত ২৭শে নভেম্বর, রবিবার, কাতার বিশ্বকাপ ফুটবলে কানাডা ফুটবল দলের দ্বিতীয় খেলায় বিপক্ষ দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে পরাজিত হলেও কানাডার বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সেটি হচ্ছে, প্রথম বারের মত কানাডা ফুটবল দল বিপক্ষ দলকে গোল করার আস্বাদ গ্রহণ করেছে। খেলার একেবারে শুরুতে ১৯ নম্বর জার্সির আলফোন্সো ডেভিস হেড এর মাধ্যমে যে বলটি গত বিশ্বকাপের রানার আপ দল ক্রোয়েশিয়ার জালে জড়িয়ে দেন, তা ইতিহাস হয়ে রইল কানাডার ফুটবল ইতিহাসে। সেই সাথে ডেভিস নিজের নাম লেখালেন স্বর্ণের অক্ষরে। উল্লেখ্য, ১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে কানাডা প্রথমবারের মত খেলার সুযোগ পায় ১৯৮৬ সালে। সেই বার কানাডা দল কোন গোল করার সুযোগ পায়নি। ৩৬ বছর পর কানাডা দল দ্বিতীয় বারের মত বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পেয়ে প্রথম দুটি খেলায় কোন জয় পায় নি। এই বিশ্বকাপে তাদের আরেকটি খেলা আছে শক্তিশালী প্রতিপক্ষ মরক্কোর বিরুদ্ধে আগামী বৃহস্পতিবারে। তবে ইতোমধ্যে খেলার প্রথম পর্বেই কানাডা এবং স্বাগতিক দেশ কাতারের এই আসরের পরের পর্বের খেলা থেকে বিদায়ের বিষয়টি নিশ্চিত হয়েছে।

বর্তমানে বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে ৪১তম স্থানে থাকা কানাডা দলের এই বিশ্বকাপে অংশগ্রহণ করা কানাডার ফুটবলে অনেক বেশী পাওয়া বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপ ফুটবলের আগামী আসর বসবে উত্তর আমেরিকার তিনটি দেশে। স্বাগতিক দেশ হিসেবে সেই আসরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সাথে খেলার সুযোগ পাবে কানাডা।

এবারের কানাডার বিশ্বকাপ ফুটবলের নায়ক ২২ বছরের আলফোন্সো বইলে ডেভিস ২০০০ সালের ২ নভেম্বর ঘানার বুদুবুরুম শরণার্থী ক্যাম্পে। তাঁর বাবা ডেবেহ ডেভিস এবং মা ভিক্টোরিয়া ডেভিস ছিলেন জন্মসূত্রে লাইবেরিয়ার নাগরিক। ডেভিসের জন্মের আগে লাইবেরিয়ার গৃহযুদ্ধের ফলে তাঁরা প্রতিবেশী দেশ ঘানায় আশ্রয় নেন এবং সেখানকার সেই শরণার্থী শিবিরেই ডেভিসের জন্ম হয়। ২০০৫ সালে পরিবারটি কানাডায় অভিবাসন নিয়ে এডমিনটন এ বসবাস শুরু করেন। সেখানেই ডেভিসের পড়াশুনা এবং খেলাধূলা শুরু হয়। ফুটবল খেলার জন্যই ডেভিস ২০১৫ সালে ভ্যাংকুভারে পাড়ি জমান। ১৯১৭ সালে কানাডার জাতীয় ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি জাতীয় দলে খেলা শুরু করেন। একজন ফুটবলার হিসেবে ডেভিস হচ্ছেন প্রথম কানাডিয়ান যিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার একজন বিশেষ দূত।

Exit mobile version