Home কানাডা খবর অলিম্পিক ফুটবলে সেরা কানাডার সোনার মেয়েরা

অলিম্পিক ফুটবলে সেরা কানাডার সোনার মেয়েরা

অনলাইন ডেস্ক : গত ৬ই আগস্ট, শুক্রবার, উত্তর আমেরিকার প্রথম দেশ হিসেবে কানাডার মহিলা ফুটবল দল অলিম্পিক ফুটবলে সোনা জিতেছে। টোকিও অলিম্পিক ২০২০ এ জাপানের ওকাহোমা শহরে অনুষ্ঠিত এক টান টান উত্তেজনার ম্যাচে কানাডা দল সুইডেনকে পরাজিত করে।

৯০ মিনিটের খেলায় দুই দল ১-১ গোলে সমান অবস্থায় থাকলে, খেলার ভাগ্য নির্ধারণের জন্য সময় আরও ৩০ মিনিট বাড়ানো হয়। কিন্তু ঐ সময়েও কোন দল জয় সূচক কোন গোল করতে না পারায়, ফলাফল নির্ধারণের জন্য খেলাটি পেনাল্টিতে গড়ায়। খেলার প্রথম ৩০ মিনিটে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ হারালেও ৩০ মিনিটের সময় কানাডার পেলান্টি এরিয়ায় সুইডেনের কসোভারে আসলানীর এগিয়ে দেয়া বলে স্টেনিনা বøাক্সটেনিয়াস কানাডার জালে বল পাঠিয়ে দেন। এর পর সুইডেনের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হারায়। খেলার ৬৪ মিনিটে সুইডিশ ডিফেন্ডার আমান্ডার করা ফাউলে কানাডা দল পেনাল্টির সুযোগ পান। কানাডা দলের চৌকশ পেনাল্টি শুটার জেসি ফ্লেমিংস পেনাল্টির এই সুযোগটি যথারীতি কাজে লাগিয়ে খেলার সমতা আনে।

১ ঘণ্টা ২০ মিনিটের খেলায় কোন দলের এগিয়ে না থাকার ফলে ফলাফল নির্ধারণের জন্য খেলাটি পেলান্টিতে গড়ায়। পেলান্টির প্রথম গোলটি সুইডেনের চৌকশ খেলোয়াড় আসলানী করতে না পারলেও অতি নিপুণভাবে পরের গোলটি ঠিকমত কানাডার জেসি ফ্লেমিংস সুইডেনের জালে পাঠিয়ে দেন। পেনাল্টির বরাদ্দকৃত উভয়পক্ষের প্রথম পাঁচটি সুযোগের মধ্যে উভয় দলই ২টি করে গোল করতে সক্ষম হয়। সুইডেনের পরের সুযোগটি কানাডার গোলরক্ষক ল্যাবে প্রতিহত করলে, পরের সুযোগের যথার্থ সদ্ব্যবহার করেন কানাডার জুলিয়া গ্রোসো।

টোকিও অলিম্পিক ২০২০ এর মহিলা ফুটবলের ফাইনালে কানাডার গোলরক্ষক স্টেফেনি ল্যাবের চমকপ্রদ খেলা সকলের দৃষ্টি কাড়ে। এর পূর্বে ২০১২ এবং ২০১৬ সালের অলিম্পিকে টানা দুইবার কানাডা মহিলা ফুটবল দল অলিম্পিকে ব্রোঞ্জ জয় করে। অন্যদিকে ২০১৬ অলিম্পিক এবং এবারের অলিম্পিকে সুইডেন মহিলা ফুটবল দল টানা দুইবার রৌপ্য জয় করেন।

Exit mobile version