Home কানাডা খবর অলিম্পিক ফুটবলে প্রথমবারের মত কানাডা ফাইনালে

অলিম্পিক ফুটবলে প্রথমবারের মত কানাডা ফাইনালে

গত সোমবার টোকিও অলিম্পিকে আমেরিকার বিপক্ষে একমাত্র গোল করা উচ্ছ্বসিত জেসি ফ্লেমিংস (মাঝে)

অনলাইন ডেস্ক : গত ২রা আগস্ট, সোমবার, টোকিও অলিম্পিকে জেসি ফ্লেমিংসের করা একমাত্র গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কানাডা মহিলা ফুটবল দল প্রথমবারের মত অলিম্পিক আসরে ফাইনালে পৌঁছেছে। অলিম্পিক ফুটবল আসরে এর পূর্বে কানাডা মহিলা ফুটবল দল দুইবার ব্রোঞ্জ পদক পেলে এই প্রথম দলটি ন্যূনতম রৌপ্য পদক নিশ্চিত করেছে। আগামী ৫ই আগস্ট কানাডা দল অলিম্পিক স্বর্ণ পদকের চূড়ান্ত লড়াইয়ে সুইডেনের মুখোমুখি হবে।

খেলা শেষে উচ্ছ্বসিত খেলোয়াড়রা যখন মাঠ ছেড়ে লকার রুমের দিকে এগুছিল, তখন দলের অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ার একটু পিছিয়ে ছিলেন। তিনি কাশিমা স্টেডিয়ামের ঘাসে একাকী কিছুক্ষণ শুয়ে কানাডার মহিলা ফুটবলের ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণকে স্মরণ করছিলেন। অনেক উচ্ছ্বাস নিয়ে এই সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘অবশেষে আমরা পেরেছি।

আমরা চূড়ান্ত পর্যায়ে আমাদের নিয়ে যেতে পেরেছি। ২০১২ সালের অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেমি ফাইনালে হেরে আমরা যে স্বপ্নকে হারিয়ে ছিলাম, তার প্রতিশোধ আজ আমরা নিতে পেরেছি।’ উল্লেখ্য, নয় বছর পূর্বে ২০১২ সালে লন্ডনের ওল্ড ট্রাফোর্ডে অলিম্পিক ফুটবলের সেমি ফাইনালে বিতর্কিত গোলে কানাডা মহিলা ফুটবল দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়।

গত সোমবারের সেমি ফাইনাল খেলায় ৭৪ মিনিটে পেনাল্টি থেকে লন্ডন অন্টারিও’র জেসি ফ্লেমিংসের করা একমাত্র গোলে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে।

Exit mobile version