অনলাইন ডেস্ক : তিব্বতের জাতীয় বিদ্রোহের ৬৩তম বার্ষিকী উপলক্ষে গত ১০ মার্চ কানাডার রাজধানী অটোয়াতে চীনা দূতাবাসের সামনে তিব্বত ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভে নেমেছে।
বিক্ষোভকারীরা তিব্বতি ভাষা, সংস্কৃতি এবং ধর্মের ওপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দমন নীতি বন্ধ করার আহ্বান জানান। এছাড়া বিক্ষোভকারীরা তিব্বতিদের জোরপূর্বক অন্তর্ধানের বিষয়টি তুলে ধরেন।
১৯৫৯ সালের ১০ মার্চ তিব্বতিরা চীনা কমিউনিস্ট পার্টির হাতে তাদের জমি জোরপূর্বক দখলের বিরুদ্ধে তাদের বিদ্রোহ শুরু করে। এছাড়া ইতালি ও অস্ট্রিয়ার তিব্বতিরাও ৬৩তম বার্ষিকী উপলক্ষে চীনের বিরুদ্ধে একই ধরনের বিক্ষোভ করেছে। মিলানে চীনা কনস্যুলেট জেনারেলের বাইরে বিপুল সংখ্যক তিব্বতি বিক্ষোভ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা চীনের বিরুদ্ধে স্লোগান দেয় এবং গত ৬০ বছর ধরে তিব্বতের ওপর চীনের অবৈধ দখলদারিত্বের নিন্দা জানায়।